মাস্ক পরে খাবার খাচ্ছেন Rahul Gandhi? একটি তথ্য যাচাই
তামিলনাড়ুর ওদানিলালইতে বয়নশিল্পীদের সাথে বসে খাবার খাওয়ার সময় রাহুল গাঁধীর মুখে মাস্ক ঢাকা ছবিটি ভুয়ো দাবি সহ ছড়াচ্ছে।
জাতীয় কংগ্রেসের (Indian national Congress) প্রাক্তন সভাপতি ও কেরলের (Kerala) ওয়েনাডের (Waynad) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) তামিলনাড়ু সফরের সময় মুখে মাস্ক পরিহিত অবস্থায় খাবার খাচ্ছেন—বিভ্রান্তিকর দাবি সহ একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ছবিটি ফেসবুকে শেয়ার করে কটাক্ষ করা হয়েছে রাহুল গাঁধীকে।
বুম দেখে রাহুল গাঁধীর এই ছবিটি ২০২১ সালের ২৪ জানুয়ারি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে (Tamil Nadu) তোলা হয়েছিল, বুম একই অনুষ্ঠানের অন্যান্য ছবি খুঁজে পায় সেখানে রাহুলকে মাস্ক খোলা অবস্থায় অন্য লোকজনদের সাথে বসে খাবার খেতে দেখা যায়।
২০২১ সালের মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা। একমাসের মধ্যে দ্বিতীয়বার তামিলনাডুতে ৩ দিনের সফরে যান কংগ্রেস নেতা রাহুল। প্রথম দফার সফরে তামিল নাড়ুর ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু দেখেন তিনি। দ্বিতীয় দফার তামিলনাডু সফরে রাজ্যের তিনটি শহর পরিদর্শন করেন তিনি।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় মুখে মাস্ক পরে অন্যদের সঙ্গে পাত পেড়ে খেতে বসেছেন রাহুল। খবার সময় সঙ্গে বসা মহিলাদের সঙ্গে কথা বলছেন তিনি।
নিচে দেখুন ছবিটি।
টুইটারে ভাইরাল
তথ্য যাচাই
জাতীয় কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ওই মুহূর্তের ৫৫ সেকেন্ডের একটি দৃশ্য টুইট করা হয়। ৩২ সেকেন্ড সময়ের পর রাহুল ধন্যবাদ জানিয়ে বলেন খাবারও ভালো ছিল। তার পর নিজে হাতে কলাপাতা মুড়ে নিয়ে উঠে পড়তে দেখা যায় রাহুলকে।