ইন্ডিয়ান আইডল ১২ তে অরুণিতা ও পবনদ্বীপ "লক্ষ্মীর ভাণ্ডার" গান শোনালেন?
বুম দেখে ভাইরাল ভিডিওটি একটি সম্পাদিত প্যারোডি গান। ইন্ডিয়ান আইডল ১২ মূল পর্বে অরুণিতা ও পবনদ্বীপ ভিন্ন গান গেয়েছিলেন।
দুটি ভিন্ন রিয়ালেটি শো অনুষ্ঠানের দৃশ্য সম্পাদনা করে তৈরি প্যারোডি গানের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে ভুয়ো দাবি করা হচ্ছে ইন্ডিয়ান আইডল ১২ (Indian Idol 12) সেশনের বিজেতা পবনদ্বীপ রাজন (Pawandeep Rajan) ও চূূড়ান্ত পর্বের প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal) ইন্ডিয়ান আইডলের মঞ্চে "লক্ষ্মীর ভাণ্ডার" (Lakshmi Bhandar) গান গেয়েছেন।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি সম্পাদিত একটি প্যারোডি গান। ইন্ডিয়ান আইডল ১২ এর মূল পর্বে অরুণিতা কাঞ্জিলাল ও পবনদ্বীপ রাজনকে ভিন্ন গান গাইতে দেখা যায়।
"লক্ষ্মীর ভাণ্ডার" তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক প্রকল্প। এই প্রকল্পের আওয়তায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিবারের গৃহিনী মাসিক ৫০০ টাকা এবং তফশিলী জাতি ও তফশিলী জনজাতি পরিবারের গৃহিনী মাসিক ১০০০ টাকা ভাতা পান।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের ভিডিওটিতে অরুণিতা কাঞ্জিলাল ও পবনদ্বীপ রাজনকে লক্ষ্মীর ভাণ্ডার গানটি দ্বৈতভাবে গাইতে দেখা যাচ্ছে। অরুণিতাকে গায়তে শোনা যায়, "আমি অল্প করে জমাইছিরে লক্ষ্মীভান্ডার পাই, আমি একাই বাজার যাব চলে ভরসা যে তোর নাই।" ভিডিওটিতে বিচারকের আসনে রয়েছেন, গায়িকা নেহা কক্কর, অভিনেতা গোবিন্দ এবং অভিনেত্রী করিশ্মা কপূর।
ফেসবুকে এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "ইন্ডিয়া আইডলের মঞ্চে !! লক্ষী ভান্ডারের গান গাইলেন অরণিতা কাঞ্জিলাল আর প্রবন ন্দীপ রাজন" (ক্যাপশন অসম্পাদিত)।
ভিডিওটি দেখুন এখানে।
একই দাবি সহ আরও দুটি ভিডিও দেখুন এখানে ও এখানে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল ২০১৬ সালে রোহিত শর্মার অস্ত্রোপচারের ছবি
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওটিতে ইংরেজিতে "চং গাই" (Chong Guy) লেখা একটি জলছাপ দেখা যাচ্ছে। এই সূত্র ধরে আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে "চং গাই" ইউটিউব চ্যানেলে
৩১ আগস্ট ২০২২ তারিখে আপলোড করা ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি দীর্ঘ ভিডিও খুঁজে পাই। ওই ভিডিওটির শিরোনাম, "Tui Ki Libi || তুই কি লিবি || পূজার শপিং || Puja Special Song"
ভিডিওটির ১১ সেকেন্ড সময়ে আমরা বিচারকের আসনে দেখতে পাই, মনোজ, শিল্পা শেট্টি, গোবিন্দ, করিশ্মা কপূর, বাদশাহ, কিরণ খেরকে। গায়িকা নেহা কক্কর সহ ইন্ডিয়ান আইডল ১২-তে অংশ নেওয়া অন্য প্রতিযোগীদেরও দেখা যায় ভিডিওটির বিভিন্ন সময়ে।
ভিডিওটির ৪৫ সেকেন্ডে গোবিন্দ ও করিশ্মা কপূর দুজনকেই একটি গ্রুপের সঙ্গে নাচ করতে দেখা যায়। ওই ভিডিওর ২৭ সেকেন্ড সময়ে হুবহু একই গান গাইতে দেখা যায় অরুণিতাকে।
প্রথম ভিডিও
ইন্ডিয়ান আইডল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন-এর (Sony Entertainment Television) আয়োজিত অনুষ্ঠান। কিওয়ার্ড সার্চ করে আমরা সনি টিভির নিজস্ব ইউটিউব চ্যানেলে (SET India) মূল ভিডিওটি খুঁজে পাই। অরুণিতা কাঞ্জিলাল ও পবনদ্বীপ রাজনের দ্বৈতসঙ্গীতের মূল ৯ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি সনি টিভির ইউটিউব চ্যানেলে ২৮ ফেব্রুয়ারী ২০২২ আপলোড করা হয়েছিল, যার শিরোনাম "পবনদ্বীপ ও অরুণিতার যুগলবন্দী মঞ্চে আবহাওয়া রঙিন করে তুলল।"
(মূল শিরোনাম: Pawandeep और Arunita के Duet ने Stage का माहौल बनाया रंगीन)
ভিডিওটিতে আমরা পবনদ্বীপ ও অরুণিতাকে নব্বইয়ের দশকের একাধিক জনপ্রিয় গান গাইতে শুনি। বিচারকের আসনে দেখা যায় নেহা কক্কর, বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া এবং নিতু সিংহকে।
সেট ইন্ডিয়া (Sony) আপলোড করা ইন্ডিয়ান আইডল ১২ পর্বের এই ভিডিওতে অরুণিতা, পবনদ্বীপ ও নেহা কক্করকে একই পোশাকে দেখা যাচ্ছে যেমন পোশাকে তাঁরা রয়েছেন ভাইরাল ভিডিওতে। কিন্তু, ইন্ডিয়ান আইডলের এই ভিডিওতে আমরা অভিনেতা গোবিন্দ বা অভিনেত্রী করিশ্মা কপূর কাউকেই দেখতে পাইনা।
দ্বিতীয় ভিডিও
ইউটিউবে আমরা গোবিন্দ ও করিশ্মা কপূর স্পেশাল (Karishma Kapoor Govinda special) বলে কিওয়ার্ড সার্চ করে সনি টেলিভিশন চ্যানেলের দ্বারা আয়োজিত অন্য একটি অনুষ্ঠান "ইন্ডিয়া'স গট ট্যালেন্ট"-এর বেশ কিছু ভিডিও দেখতে পাই।
১৮ মার্চ ২০২২ আপলোড করা সেট ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে "গোবিন্দ এবং করিশ্মা করল উত্তরপ্রদেশী ঠুমকা গানে নাচ। ইন্ডিয়া'স গট ট্যালেন্ট সেশন ৯" শিরোনামে (মূল শিরোনাম: Govinda और Karisma ने किया 'U.P Wala Thumka' पर Dance | India's Got Talent Season 9) হোলি স্পেশাল পর্বের একটি ২ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিও খুঁজে পাই।
আমরা লক্ষ্য করি এই ভিডিও এবং ভাইরাল ভিডিওতে গোবিন্দ ও করিশ্মার পোশাক ও পশ্চাৎপট একই। ভিডিওতে কালো পোশাকে দেখা যায় গায়ক বাদশাকেও।
নিচে অরুণিতা ও পবনদ্বীপের গানের মূল ভিডিও ও "চং গাই"-এর আপলোড করা ভিডিওর তুলনা দেওয়া হল।
আরও পড়ুন: মহীশূরের রাস্তায় চিতাবাঘের ভিডিও ভুয়ো দাবিতে পশ্চিমবঙ্গের বলে ছড়াল