BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ইলন মাস্কের টুইটারে ফিরবেন ডোনাল্ড...
ফ্যাক্ট চেক

ইলন মাস্কের টুইটারে ফিরবেন ডোনাল্ড ট্রাম্প দাবি ভুয়ো

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট বা সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এরকম কোনও বিবৃতির হদিস পাওয়া যায়নি।

By - Archis Chowdhury |
Published -  1 Nov 2022 6:46 PM IST
  • ইলন মাস্কের টুইটারে ফিরবেন ডোনাল্ড ট্রাম্প দাবি ভুয়ো

    শুক্রবার ইলন মাস্ক (Elon Musk) টুইটার (Twitter) অধিগ্রহণ করার কিছু পরেই একটি বিবৃতির (Statement) ছবি ভাইরাল হয়। বিবৃতিটি নাকি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (United States President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাতে তিনি দাবি করেছেন, যে জানুয়ারি ২০২১ থেকে তাঁর নিষিদ্ধ করে দেওয়া টুইটার অ্যাকাউন্ট সোমবার থেকেই আবার চালু হতে চলেছে।

    বুম দেখে বিবৃতিটি ভুয়ো। ট্রাম্প-এর ওয়েবসাইট বা তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট'ট্রুথ সোশাল'-এ আমরা ওই বিবৃতির কোনও রেকর্ড দেখতে পাইনি। ট্রাম্প-এর মুখপাত্রও সেই কথাইবলেন অ্যসোসিয়েটেড প্রেস-কে।

    বিবৃতিটিকে ট্রাম্প-এর দেওয়া প্রকৃত বিবৃতি বলে প্রমাণ করার জন্য তার উপর 'সেভ আমেরিকা' স্লোগানটি লাগানো হয়। বিবৃতিটিতে বলা হয়, "টুইটার কিনে নেওয়ার জন্য ইলন মাস্ক-কে অভিনন্দন। অনেকেই বলছেন পরিবর্তন প্রয়োজন ছিল। আগের কর্তৃপক্ষ বড় বেশি 'ওক অ্যাজেন্ডা' (বৈষম্যের বিরুদ্ধে সজাগ থাকা) নিয়ে ব্যস্ত ছিল। আমাকে জানানো হয়েছে যে, আমার অ্যাকাউন্ট সোমবার চালু হয়ে যাবে। দেখা যাক। আফ্রিকান-আমেরিকান মালিকানাধীন ব্যবসার সঙ্গে যোগাযোগ রাখতে পেরে আমি আনন্দিত।"


    আরও পড়ুন: মনমোহন সিংহ সম্পর্কে ঋষি সুনকের কথার দৈনিক ভাস্করের গ্রাফিক সম্পাদিত

    ভুয়ো বিবৃতিটি ফেসবুক ও টুইটারে ব্যাপক ভাবে শেয়ার করা হয়েছে।

    ফেসবুক ব্যবহারকারী রঘুনাথ এস ছবিটি শেয়ার করে ক্যাপশনে দিয়েছেন, "টুইটার কিনে নেওয়ার জন্য ইলন মাস্ককে বিবৃতি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


    এএনআই-এর হোয়াইট হাউস সংবাদদাতা রীনা ভরদ্বাজ-ও তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ভুয়ো বিবৃতিটি টুইট করেন। তাঁর টুইটের আর্কাইভ সংস্করণ দেখতে ক্লিক করুন এখানে।


    এএনআই বিবৃতিটি প্রকাশও করে, বিন্তু পরে তা তুলে নেয়। ওই ভুলের জন্য তারা দু:খ প্রকাশও করে। কিন্তু এই প্রতিবেদন লেখার সময়েও ভুয়ো বিবৃতি সমেত তাঁর করা টুইটটি ভরদ্বাজের টুইটার টাইমলাইনে ছিল।

    Tweet retracted. No statement from Donald Trump on Elon Musk's takeover of Twitter has been released. This was a fake statement circulating. Error regretted. pic.twitter.com/PkLm6UtqRj

    — ANI (@ANI) October 28, 2022


    টুইটার, ট্রাম্প ও মাস্ক – কিছু তথ্য

    ৬ জানুয়ারি, ২০২১ ক্যাপিটল হিলে সহিংসতার পর ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সহ তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। মিথ্যে খবর ছড়াতে ও হিংসাত্মক কাজে উস্কানি দিতে ট্রাম্প সোশাল মিডিয়াগুলিকে ব্যবহার করেছিলেন, এই অভিযোগ ওঠার পরই ওই পদক্ষেপ নেওয়া হয়। এই অবস্থায় উনি তাঁর নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশাল চালু করেন।

    ৪৪ বিলিয়ন (৪৪০০ কোটি) ডলার দিয়ে মাস্ক টুইটার কিনে বিতর্ক সৃষ্টি করেন এবার ট্রাম্প-এর টুইটার অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। কারণ, দক্ষিণ আফ্রিকান-আমেরিকান ধনকুবের টুইটার-এ স্থায়ী নিষেধাজ্ঞার বিরোধী।

    শুক্রবার মাস্ক-এর টুইটার অধিগ্রহণের কাজ পাকা হয়ে গেলে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশালেএকটি বিবৃতি দেন। তাতে উনি বলেন, "টুইটার এখন সুস্থ মস্তিষ্কের মানুষের হাতে এসে যাওয়ায় আমি খুব খুশি। এখন থেকে সেটি আর বাম চরমপন্থী ও উন্মাদদের হাতে থাকবে না, যারা আমাদের দেশকে সত্যিই ঘৃণা করে।"


    ফক্স নিউজ ডিজিটাল-এরসঙ্গে কথা বলার সময় ট্রাম্প মাস্ক-কে শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমি সত্যের সঙ্গে আছি। এখন বেশি ভাল লাগছে। সেটি যে ভাবে কাজে করে, আমার তা ভাল লাগে। আমি ইলনকে পছন্দ করি। কিন্তু আমি সত্যের সঙ্গে আছি।"

    আরও পড়ুন: ভারত সরকার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ₹৫০০ স্মারক মুদ্রা বের করল?

    Tags

    Media MisreportingANIDonald TrumpTwitter
    Read Full Article
    Claim :   ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর শীঘ্রই তার টুইটার অ্যাকাউন্ট ফিরে আসবে দাবিতে বিবৃতি ডোনাল্ড ট্রাম্পের
    Claimed By :  Twitter, Facebook
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!