অযোধ্যার রাম মন্দিরে আয়োজিত হয় এই ড্রোন প্রদর্শনী? দাবিটি বিভ্রান্তিকর
বুম যাচাই করে দেখে ভিডিওতে থাকা দৃশ্যগুলির সাথে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই।
অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি ড্রোন প্রদর্শনীর (Drone Show) দৃশ্য দাবি করে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওর থাকা দাবিটি বিভ্রান্তিকর। আমরা দেখতে পাই ভিডিওতে থাকা দৃশ্যগুলির সাথে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে ড্রোন প্রদর্শনী হওয়ার দাবির কোনও সম্পর্ক নেই।
২২ জানুয়ারি ২০২৪ তারিখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয় যার পর ১১ দিনের মধ্যেই এই মন্দির প্রায় ১১ কোটি টাকা দান পায় বলে জানা যায় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে। এখনও অবধি এই মন্দির দর্শন করতে প্রায় ২৫ লক্ষ ভক্তরা উপস্থিত হয়েছেন বলেও জানা যায়।
একজন ব্যবহারকারী এই পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন,"রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় ড্রোন শো।"
এই পোস্ট এখানে দেখা যাবে। এই পোস্টের আর্কাইভ দেখা যাবে এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভিডিওতে থাকা দৃশ্যগুলির সাথে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে ড্রোন প্রদর্শনী হওয়ার দাবির কোনও সম্পর্ক নেই।
আমরা ভিডিওগুলির কিছু অংশ রিভার্স সার্চ করে দেখতে পাই দৃশ্যগুলি ২০২৩ সাল ও ২০২৪ সালের জানুয়ারি মাসের বিভিন্ন সময়ে বটল্যাব ডায়নামিক্স নামের এক ইনস্টাগ্রাম পেজের তরফ থেকে পোস্ট করা হয়। ভিডিওগুলির বিবরণী ও পোস্টের তারিখ দেখে নিশ্চিত হওয়া যায় এই দৃশ্যগুলির সাথে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কোনও সম্পর্ক নেই।
প্রথম দৃশ্য
বটল্যাব ডাইনামিক্স নামক সেই ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটির প্রথম অংশের দৃশ্য ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে পোস্ট করা হয়েছে বলে দেখা যায়। ভিডিওর ওই অংশে কয়েকজন ব্যক্তিকে ড্রোন নিয়ে কাজ করতে লক্ষ্য করা যায়।
ওই পেজের তরফে দৃশ্যটির ক্যাপশন হিসেবে ইংরেজিতে লেখা হয়,"আমাদের উদ্দেশ্য একটি চোখ ধাঁধানো প্রবেশ করা।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
দ্বিতীয় দৃশ্য
রামচন্দ্রের বনবাস যাত্রার অনুরূপ দৃশ্যসমেত এই ভিডিওটি পোস্ট করা হয় ১৫ জানুয়ারি, ২০২৪ তারিখে অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের প্রায় ৭ দিন আগে। ভাইরাল ভিডিওর দ্বিতীয় অংশে এই দৃশ্য দেখতে পাওয়া যায়।
তৃতীয় দৃশ্য
এরপর আমরা ভাইরাল ভিডিওর তৃতীয় অংশের খোঁজ পাই যা ওই পেজের তরফ থেকে দিওয়ালি উপলক্ষে ২০২৩ সালের ১২ নভেম্বর পোস্ট করা হয়েছিল।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
চতুর্থ দৃশ্য
এরপর আমরা ১৮ জানুয়ারি ২০২২ তারিখের আরেকটি ভিডিও এই প্রোফাইলে খুঁজে পাই, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের ৪ দিন আগে। যদিও এখানে কোনও এমন উল্লেখ দেখা যায়নি যেখানে বলা হয় এটি অযোধ্যার রাম মন্দিরের দৃশ্য।
পোস্টটি এখানে দেখা যাবে।
পঞ্চম দৃশ্য
২১ জানুয়ারী, ২০২৪ তারিখে আরেকটি ভিডিও এই পেজ থেকে পোস্ট করা হয় যেখানে ভাইরাল ভিডিওতে থাকা হনুমান দেবতার দৃশ্যটি দেখতে পাওয়া যায়।
এই পোস্টের সাথে একটি বিবৃতিতে বলা হয় এটি আসল দৃশ্য নয় এবং ডিজিটাল উপায়ে তা তৈরী করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের উপলক্ষে।
পোস্টটি এখানে দেখা যাবে।
ষষ্ঠ দৃশ্য
২০২৪ সালের ২২ জানুয়ারির আরেকটি পোস্টেও একই ধরণের বিবৃতিতে বলা হয় পায়ের ছাপ থাকা এই ড্রোনের দৃশ্যটি আসল নয়, কেবল একটি অ্যানিমেশন। এই ভিডিওর সাথেও ভাইরাল ভিডিওর মিল লক্ষ্য করা যায়।
সপ্তম দৃশ্য
১১ নভেম্বর ২০২৩ তারিখে পোস্ট করা বটল্যাব ডায়নামিক্স নামক ইনস্টাগ্রাম পেজটির একটি ভিডিওর সাথেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর একটি দৃশ্যের মিল দেখা যায়। এই ভিডিও ছোটি দিওয়ালির উপলক্ষে আপলোড করে হয়েছে বলে উল্লেখ করে বটল্যাব ডায়নামিক্স।
২২ জানুয়ারি ২০২৪ তারিখে একই ধরণের একটি দাবির তথ্য যাচাই করে বুম। তখন বটল্যাব ডাইনামিক্সের সাথে যোগাযোগ করায় তারা বুমকে জানায় তাদের পোস্ট করা কিছু ভিডিওতে ড্রোন ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য কিছু ভিডিওতে অ্যানিমেশন প্রয়োগ করে কিছু দৃশ্য দেখানো হয়।
অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বটল্যাব ডায়নামিক্স কোনও ড্রোন প্রদর্শনী করেছে কিনা জানতে চাওয়া হলে তারা জানায়,"এই বিষয়টি এই মুহূর্তে গোপন।" এছাড়াও অযোধ্যা রাম মন্দিরে বটল্যাব ডাইনামিক্সের কোনও ড্রোন প্রদর্শনী সংক্রান্ত পোস্ট আমরা তাদের পেজে সম্প্রতি খুঁজে পাইনি।