দুবাই এয়ার শোয়ে ভারতীয় বিমান বাহিনীর প্রদর্শন বলে ভাইরাল ইতালির ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও এবছর অনুষ্ঠিত জেসোলো এয়ার শোয়ে ইতালীয় বিমান বাহিনীর ।

আকাশে বিমানের মাধ্যমে তেরঙ্গা ধোঁয়া ছড়িয়ে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন ভিডিওটি দুবাই এয়ার শোয়ে (Dubai Air Show) ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) প্রদর্শনের।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। ভিডিওটি আসলে ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত জেসোলো এয়ার শোয়ে ইতালীয় বিমান বাহিনীর প্রদর্শনের।
২১ নভেম্বর, ২০২৫-এ দুবাই এয়ার শোয়ে তেজস যুদ্ধবিমান নিয়ে প্রদর্শনের সময় প্রাণ হারান ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার নমনশ স্যাল। তার বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে আগুন লেগে যাওয়ায় প্রাণ হারান তিনি।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেছেন, "দুবাই এয়ারশো ২০২৫-এ বিশ্বমানের উৎকর্ষতা প্রদর্শন করেছে - আকাশকে তেরঙ্গার রঙে রাঙিয়েছে সাম্প্রতিক তেজস দুর্ঘটনা ঘিরে আলোচনার মধ্যে, এই শক্তিশালী প্রদর্শনী বিশ্বকে ভারতের বিমান চলাচলের শক্তি, শৃঙ্খলা এবং অটল মনোভাবের কথা মনে করিয়ে দেয় সূর্যকিরণ স্টাইলে বিদেশের আকাশকে রাঙিয়ে দেওয়ার প্রতিটি গর্জন ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: ভিডিওটি দুবাই এয়ার শোয়ের নয়
১. ভিডিওটি পুরনো: আমরা প্রথমে ভিডিওটির কয়েকটি মূল ফ্রেমকে ভেঙে গুগল লেন্সের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করি। ওই সার্চের মাধ্যমে আমরা একাধিক ইউটিউব ও এক্স পোস্ট পাই এখানে ভিডিওটি জেসোলো এয়ার শো ২০২৫-এর বলে শনাক্ত করা হয়।
২. ইতালিতে জেসোলো এয়ার শো: এরপর আমরা জেসোলো এয়ার শো ২০২৫ সম্পর্কিত কীওয়ার্ড ব্যবহার করে গুগলে অনুসন্ধান করি। আমরা দেখতে পাই, ১৯৯৬ সাল থেকে এটি ইতালির জেসোলোতে অনুষ্ঠিত এক প্রধান বার্ষিক বিমান প্রদর্শনী যেখানে ফ্রেচে ত্রিকোলরি অ্যারোবেটিক দল অংশগ্রহণ করে। জেসোলো ট্যুরিজম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে ভাইরাল ফুটেজে দেখতে পাওয়া দৃশ্যগুলিও রয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ২০২৫ সালের এয়ার শোটি ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হয় এবং ৪,০০,০০০ এরও বেশি দর্শক তা জেসোলোর সমুদ্র সৈকতে উপভোগ করেন। সেখানে প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্যের অনুরূপ এক দৃশ্যও প্রকাশ করা হয়েছে।







