এশিয়া কাপ: পাকিস্তানের সঙ্গে করমর্দন না করায় ভারতের সমালোচনা করেননি পন্টিং
বুম দেখে ভাইরাল উদ্ধৃতিটি ভুয়ো। রিকি পন্টিং ভারতীয় ক্রিকেট দলের পাক খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো নিয়ে কোনও মন্তব্য করেননি।

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting) নামের সঙ্গে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল একটি ভুয়ো উদ্ধৃতিতে দাবি করা হয়েছে তিনি গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপ (Asia Cup) ভারত-পাক (India-Pakistan) ম্যাচের পর পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সমালোচনা করেছেন।
পহেলগাঁওয়ে জঙ্গি হানা ও অপারেশন সিঁদুরের পর, ভারত ও পাকিস্তান এশিয়া কাপ গ্রুপ সংঘর্ষের ম্যাচে প্রথম মুখোমুখি হয় যেখানে ৭ উইকেটে জয়ী হয় ভারতীয় ক্রিকেট দল। বয়কটের আহ্বান এবং বিসিসিআইয়ের সমালোচনার মধ্যেও অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। ম্যাচের পর, ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটরদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অভিযোগে জানায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট অধিনায়কদের টসের সময় হাত মেলাতে নিষেধ করেছিলেন।
ভাইরাল দাবি: পন্টিং পাকিস্তানের ক্রিকেট দলের সঙ্গে হাত না মেলানোয় ভারতীয় খেলোয়াড়দের সমালোচনা করে ভারত ম্যাচে পরাজিত বলেছেন
ভাইরাল উদ্ধৃতি অনুসারে রিকি পন্টিং বলেছেন, "এই ম্যাচটি চিরকাল মনে রাখা হবে ভারতের পরাজয় হিসেবে। দাঁড়িয়ে থেকে পাকিস্তান জেন্টেলম্যান গেইমের চ্যাম্পিয়ন হয়েছেন। আর ভারত ক্ষুব্ধ পরাজিত হিসেবে স্থান পেয়েছে। "
ভাইরাল দাবি সহ একটি পোস্ট দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. পন্টিং ভাইরাল দাবি খণ্ডন করেছেন: ১৬ সেপ্টেম্বর, ২০২৫-এ তার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে ভাইরাল দাবি খণ্ডন করেছেন রিকি পন্টিং নিজে। পন্টিং পোস্টে লেখেন, "আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ায় আমার নামে কিছু মন্তব্য ছড়িয়ে পড়েছে। দয়া করে জেনে রাখুন, আমি সেগুলি সম্পূর্ণরূপে অস্বীকার করছি এবং এশিয়া কাপ নিয়ে আমি প্রকাশ্যে কোনও মন্তব্যই করিনি।"
২. ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পন্টিংয়ের কোনও মন্তব্য নেই: বুম তার অনুসন্ধানে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রিকি পন্টিংয়ের করা মন্তব্য সম্বন্ধে প্রকাশিত কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন খুঁজে পাইনি। বুম আগেও পন্টিংয়ের নাম জড়িয়ে ছড়িয়ে পড়া ভুয়ো মন্তব্যের খণ্ডন করেছে।