জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন হাসিনা? প্রতিবেদনের ছবি সম্পাদিত
বুম যাচাই করে দেখে আনন্দবাজার পত্রিকার প্রকাশিত এক সংস্করণকে ডিজিটাল উপায়ে সম্পাদনা করে ছবিটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দাবি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ওই ছবিতে প্রতিবেদনের শিরোনাম হিসেবে লেখা হয়, "জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন শেখ হাসিনা"।
বুম যাচাই করে দেখে আনন্দবাজার পত্রিকার নাম করে ভাইরাল হওয়া প্রতিবেদনের এই ছবিটি ভুয়ো। ওই পত্রিকায় প্রকাশিত আসল সংস্করণটিতে এমন শিরোনামসমেত প্রতিবেদন লেখা হয়নি।
নয়া দিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক জি-২০ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আসা বিশ্বের প্রভাবশালী নেতারা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পাসাপাসি ওই সম্মেলনে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ওই সম্মেলনে জো বাইডেনের সাথে হাসিনার তোলা এক ছবি ব্যবহার করেই প্রতিবেদনের এই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে।
ভাইরাল এই ছবি পোস্ট করে এক ব্যক্তি ক্যাপশন হিসেবে লেখেন,"জোর করে জো বাইডেনের সাথে ছবি তুলছেন। শেখ হাসিনা,,, তাহলে কি বুঝলেন আপনারা বলুন দোষটা কার???"
এই পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে।
তথ্য যাচাই
বুম প্রথমে ওই প্রতিবেদনে প্রকাশিত অন্যান্য খবরগুলি সংক্রান্ত কীওয়ার্ড সার্চ করে। এর থেকে আমরা দেখতে পাই এবছরের ৯ সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রকাশিত পৃষ্ঠার সাথে ভাইরাল এই ছবির মিল রয়েছে ও তাতে সংলগ্ন একই খবর দেখতে পাওয়া যায়।
আনন্দবাজার পত্রিকার অনলাইন আর্কাইভে ৯ সেপ্টেম্বর প্রকাশিত সেই সংস্করণ দেখতে পাওয়া যাবে।
ভাইরাল সেই ছবির সাথে আমরা আসল প্রতিবেদনের তুলনা করে দেখি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সম্পাদিত ও তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের ছবির জায়গায় শেখ হাসিনা ও বাইডেনের ছবিটি সম্পাদিত করে বসানো হয়েছে।
আসল প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি বাইডেনের ছবির নিচের অংশে থাকা প্রতিবেদনের শিরোনাম ,"চিনের সম্পর্ক আর্থিক হলেও, রক্তের বন্ধু ভারত, বার্তা হাসিনার"।
নিচে ভাইরাল ছবির সাথে আসল প্রতিবেদনের তুলনা করা হল।
আমরা দেখতে পাই ওই প্রতিবেদনে কোথাও শেখ হাসিনা জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন বলে উল্লেখ করা হয়নি।
এছাড়াও কিওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই সম্পাদিত ছবিতে দেখতে পাওয়া বাইডেন ও শেখ হাসিনার ছবিটি তোলা হয়েছিল এবছরের জি-২০ সম্মেলন চলাকালীন। এবছরের ৯ সেপ্টেম্বর মার্কিন রাষ্ট্রপতির সাথে দেখা হওয়ার ওই ছবিগুলি টুইট করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ।
টুইটটি দেখতে ক্লিক করুন এখানে।
এছাড়াও আমরা বিভিন্ন সংবাদ প্রতিবেদন খুঁজে পাই যেখানে মার্কিন রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে এক নিজস্বী তোলেন বলে উল্লেখ করা হয়। আমরা দেখি জি-২০ সম্মেলনে শেখ হাসিনার সাথে এক নিজস্বী তোলেন মার্কিন রাষ্ট্রপতি । ৯ সেপ্টেম্বর এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে সেই ছবি দেখতে পাওয়া যাবে।