ভারতীয় রেলের দুরাবস্থার সম্পাদিত ভিডিও লকেট চট্টোপাধ্যায়ের পোস্ট দাবি করে শেয়ার
বুম দেখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এইরকম কোনও ভিডিও পোস্ট করেননি।
ভারতীয় রেলের (Indian Railways) বিভিন্ন দুর্ঘটনার ভিডিও একসাথে যোগ করে সম্পাদিত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) পোস্ট হিসেবে শেয়ার করা হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভারতীয় রেলের দুরাবস্থার কোনও ভিডিও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার ফেইসবুক পেজে পোস্ট করেননি।
ভারতীয় নির্বাচন কমিশন ১৬ মার্চ লোকসভা নির্বাচনের ৭ দফার ভোটের তারিখ ঘোষণা করে। ভোট শুরু হবে ১৯ এপ্রিল ও শেষ দফায় ভোট হবে ১ জুন। এবার পশ্চিমবঙ্গে লোকসভা ভোট চলবে ৭ দফায়। বিজেপি লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকায় হুগলির বিজেপি প্রার্থী হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে এবং হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়বেন রচনা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় নানারকম ভুয়ো দাবি শেয়ার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বন্দে ভারত এক্সপ্রেস এর বিভিন্ন দুরবস্থার চিত্র, এছাড়াও ওড়িশায় হওয়া করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার ছবি, এছাড়াও ভারতীয় রেলের বিভিন্ন দুর্ঘটনার ভিডিও একসাথে যোগ করে ওই সম্পাদিত ভিডিওটি লকেট চট্টোপাধ্যায়ের পোস্টের ক্যাপশন সহ শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে দেখতে পাওয়া যায়, “আধুনিক ভারতের আধুনিক রেল #indianrailways”
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও আর্কাইভ টি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভিডিওর সাথে ব্যবহার করা লকেট চট্টোপাধ্যায়ের ফেসবুকের ক্যাপশনটি স্ক্রিনশট নিয়ে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা লকেট চট্টোপাধ্যায়ের ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করলে ওই একই ক্যাপশন ও অডিও সহ একটি অন্য ভিডিও খুঁজে পাই।
বুম দেখে লকেট চট্টোপাধ্যায় “আধুনিক ভারতের আধুনিক রেল #indianrailways” ক্যাপশনসহ যে ভিডিওটি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন সেটি বন্দে ভারত এক্সপ্রেসের প্রচারমূলক একটি ভিডিও। যার সাথে সোশ্যাল মিডিয়ার শেয়ার করা সম্পাদিত ভিডিওটির কোনও মিল নেই। আর্কাইভটি দেখতে ক্লিক করুন এখানে।
বুম সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওটি সম্বন্ধে জানার জন্য লকেট চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান ভিডিওটি ভুয়ো।
আরও পড়ুন -ভারতে নির্বাচনী বন্ড কেনে পাকিস্তানি বিদ্যুৎ উৎপাদনকারী? তথ্য যাচাই