BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে...
ফ্যাক্ট চেক

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে গোমূত্রের বোতল? ভাইরাল ছবি সম্পাদিত

বুম দেখে গোমূত্রের বোতল হাতে এক ব্যক্তির ছবিকে সম্পাদনা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ বসিয়ে এই ছবি তৈরি করা হয়েছে।

By - Srijit Das |
Published -  21 March 2024 4:57 PM IST
  • অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে গোমূত্রের বোতল? ভাইরাল ছবি সম্পাদিত
    Listen to this Article

    হাতে গোমূত্রের (Cow Urine) বোতল ধরে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) - সম্প্রতি এমনই দাবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ছবি।

    চলতি বছরের মার্চ মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাতে তুলে নেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির দলীয় পতাকা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। প্রাক্তন বিচারপতির হঠাৎ এই রাজনৈতিক ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় নানা তির্যক মন্তব্য ধেয়ে আসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে।

    এমনই কিছু কটাক্ষের মাঝেই সমাজমাধ্যমে ছড়ায় গোমূত্রের বোতল হাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ছবি।

    এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লেখেন, "আজ থেকেই শুরু করলাম, রোজ এক বোতল।"


    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    আরও পড়ুন -অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার দাবিতে ভাইরাল সম্পাদিত প্রতিবেদনের ছবি

    তথ্য যাচাই

    বুম প্রথমে ভাইরাল ছবির সত্যতা জানতে তাকে রিভার্স সার্চ করে। ওই রিভার্স সার্চের মাধ্যমে আমরা ২০২১ সালের এক ব্যবহারকারীর করা এক্স পোস্ট খুঁজে পাই।

    ওই পোস্টে আমরা দেখতে পাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, বরং অন্য এক ব্যক্তিকে হাতে গোমূত্রের বোতল ধরে থাকতে দেখা যায়।

    True, #EVM is BJP life saving Machine

    (apane desh me) mitrooon hame apne desh ko andolanjiviyo se bachana hai.
    (Videsh me) Maine aapke desh ke azadi ke liye andolan kiya tha.

    🤣 GAZAB topibaz aadmi hai & his Bhakts 🤣 pic.twitter.com/XXrOQHk8I3

    — indianposten (@indianposten) March 27, 2021

    ২০২১ সালের ২৭ মার্চ করা সেই পোস্ট দেখতে ক্লিক করুন এখানে।

    নিচে ভাইরাল সম্পাদিত ছবি ও ২০২১ সালের সেই এক্স পোস্টে দেখতে পাওয়া গোমূত্রের বোতল হাতে অন্য ব্যক্তির ছবিটির তুলনা করা হল।


    এছাড়াও আমরা গোমূত্র প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক এক বক্তব্য ২০২৪ সালের ৮ মার্চ প্রকাশিত এবিপি আনন্দের একটি নিউজ প্রতিবেদনে খুঁজে পাই।

    ওই নিউজ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজেপিতে যোগদানের পর এবিপি আনন্দের সঞ্চালক প্রাক্তন বিচারপতিকে দার্জিলিঙের চা ও গোমূত্রের মধ্যে কোনটি তার পছন্দ জিজ্ঞাসা করলে দার্জিলিঙের চা বেছে নেন তিনি।

    ২০২৪ সালের ৭ মার্চ হওয়া এবিপি আনন্দে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের সেই অংশ নিচের নিউজ বুলেটিনের ৪৬ মিনিট ১৮ সেকেন্ড অংশ থেকে দেখা যাবে।


    আরও পড়ুন -হাফ প্যান্ট পরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবিটি সম্পাদিত


    Tags

    Abhijit GangopadhyayBJP
    Read Full Article
    Claim :   ছবিতে দেখা যায় হাতে গোমূত্রের বোতল ধরে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!