BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • অগ্নিপথ প্রকল্প 'সৈনিক সমন' নামে...
ফ্যাক্ট চেক

অগ্নিপথ প্রকল্প 'সৈনিক সমন' নামে পুনরায় চালু হবে দাবিতে ছড়াল ভুয়ো নথি

বুম দেখে ভাইরাল নথিটি ভুয়ো এবং কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প পুনরায় চালু করার কোনও নথি সরকারিভাবে প্রকাশ করেনি।

By - Srijanee Chakraborty |
Published -  23 Jun 2024 6:16 PM IST
  • অগ্নিপথ প্রকল্প সৈনিক সমন নামে পুনরায় চালু হবে দাবিতে ছড়াল ভুয়ো নথি

    সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো নথির ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ভারত সরকার কিছু পরিবর্তন সহ 'সৈনিক সমন' (Sainik Saman) প্রকল্প নামে অগ্নিপথ (Agnipath) প্রকল্পটি পুনরায় চালু করবে।

    বুম দেখে কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও নথি সরকারিভাবে প্রকাশ করেনি। এক্সে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাই বিভাগ একটি স্পষ্টীকরণ পোস্টের মাধ্যমে ভাইরাল দাবিটিকে নস্যাৎ করে ও নথিটিকে ভুয়ো বলে জানিয়ে দেয়।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৩ জুন ২০২৪-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুত্র মারফত জানা গিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী সামরিক নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পে কিছু পরিবর্তন নিয়ে আসার বিষয় আলোচনা করছে যেমন বর্তমান ২৫ শতাংশ থেকে অগ্নিবীরদের নিয়োজিত রাখার শতাংশ এবং তাদের প্রশিক্ষণের সময়কাল বৃদ্ধি।

    ২০২২ সালের জুনে চালু হওয়ার পর কংগ্রেসসহ বিরোধীদের দ্বারা এই প্রকল্পের বিরোধিতা করে। লোকসভা নির্বাচনের পরবর্তীতে সরকার গঠনের পর, ভারতীয় জনতা পার্টির সহযোগী জনতা দল (সংযুক্ত), যার উপর তারা কেন্দ্রে টিকে থাকার জন্য নির্ভর করে, অগ্নিপথ প্রকল্পটি বাতিল করার দাবি করেছে বলে জানা যায়।

    ভাইরাল হওয়া নথিতে অগ্নিপথ প্রকল্পকে পুনরায় চালু হওয়া 'সৈনিক সমন' প্রকল্পের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে পরিষেবার মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে সাত বছর করা সহ আরও বেশ কিছু পরিবর্তনের দাবি করা হয়েছে।

    ভাইরাল হওয়া নথিটি শেয়ার ক্যাপশন হিসাবে একটি ফেসবুক পেজে লেখা হয়েছে, "অগ্নিপথ স্কিম বদলে সৈনিক সমান স্কিম 2024 new update in this video."


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -লিলুয়ায় ট্রেন দুর্ঘটনা দাবিতে ছড়াল হায়দরাবাদের পুরনো ভিডিও

    তথ্য যাচাই

    বুম দেখে ভাইরাল নথিটি ভুয়ো এবং অগ্নিপথ প্রকল্পকে 'সৈনিক সমন' প্রকল্প হিসাবে পুনরায় চালু করার বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

    আমরা কেন্দ্রীয় সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা সরকারী বিজ্ঞপ্তিগুলি অনুসন্ধান করে অগ্নিপথ প্রকল্পটি পুনরায় চালু করার বিষয়ে সরকার দ্বারা প্রকাশ করা কোনও নথি পাইনি।


    দেখতে এখানে ক্লিক করুন।

    আমরা ভাইরাল নথিতে বেশ কয়েকটি বানান ভুলও লক্ষ্য করি যা প্রমাণ করে সেটি কোনও সরকারী নথি নয়। আমরা দেখি এই প্রকল্পের নামটি 'Agnipath'-এর পরিবর্তে ভুল বানান 'Aganipath' লেখা হয়। এছাড়াও, আরও কিছু ভুল নীচের ছবিতে দেখা যাবে।


    এছাড়াও, আমরা এক্সে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তথ্য যাচাই বিভাগ দ্বারা পোস্ট করা একটি স্পষ্টীকরণে দেখি ভাইরাল দাবিটিকে তারা নস্যাৎ করে জানিয়েছে নথিটি ভুয়ো।

    পিআইবি তথ্য যাচাই বিভাগ এই নথিটিকে ভুয়ো বলে জানিয়ে এক্স পোস্টে ক্যাপশনে হিসাবে লিখেছে, "একটি #fake হোয়াটসঅ্যাপ মেসেজে দাবি করা হচ্ছে অগ্নিপথ প্রকল্পটি নিয়ে পর্যালোচনার পর বেশ কিছু পরিবর্তন সহ 'সৈনিক সমন' প্রকল্প হিসাবে পুনরায় চালু করা হয়েছে, যার মধ্যে ডিউটির মেয়াদ ৭ বছর বাড়ানো, ৬০% স্থায়ী কর্মী এবং আয় বৃদ্ধি সহ বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। জিওআই এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।"

    A #fake WhatsApp message claims that the Agnipath Scheme has been re-launched as 'Sainik Saman Scheme' after review with several changes including duty period being extended to 7 years, 60% permanent staff & increased income#PIBFactCheck

    ✔️GOI has taken no such decision pic.twitter.com/1a3zmuVjfk

    — PIB Fact Check (@PIBFactCheck) June 16, 2024


    আরও পড়ুন -পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা দাবি করে ভাইরাল বাংলাদেশের ভিডিও

    Tags

    Fact CheckFake NewsAgnipath SchemeRajnath SinghNarendra Modi
    Read Full Article
    Claim :   ছবিতে অগ্নিপথ প্রকল্প সৈনিক সমন নামে পুনরায় চালু হওয়ার ভারত সরকার দ্বারা প্রকাশিত নথি দেখা যাচ্ছে
    Claimed By :  Facebook users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!