লিলুয়ায় ট্রেন দুর্ঘটনা দাবিতে ছড়াল হায়দরাবাদের পুরনো ভিডিও
বুম দেখে ভিডিওতে ২০১৯ সালের নভেম্বর মাসে হায়দরাবাদে দুটি ট্রেনের মধ্যে হওয়া সংঘর্ষ দেখতে পাওয়া যায়।
দুটি ট্রেনের মধ্যেকার সংঘর্ষের (Train Collision) এক ভিডিও পোস্ট করে সম্প্রতি নেটিজেনদের অনেকে দাবি করেন ভিডিওটিতে পশ্চিমবঙ্গের (West Bengal) লিলুয়ায় (Liluah) হওয়া এক রেল দুর্ঘটনার দৃশ্য দেখা যাচ্ছে।
বুম দেখে ২০১৯ সালের সেই ভিডিওতে আদতে হায়দরাবাদে হওয়া দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ দেখা যায়।
গত ১৭ জুন উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে সংঘর্ষের কারণে ট্রেন দুর্ঘটনার শিকার হন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা। রেল দুর্ঘটনায় মৃত যাত্রীদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারের জন্য ৫০০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এর আগে গত মে মাসে লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয় একটি লোকাল ট্রেন। এমতাবস্থায় রেলের বিরুদ্ধে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্নের মাঝেই ২০ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।
দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ও তার ফলে একটি ট্রেনের বেশ কয়েকটি কামড়া লাইনচ্যুত হয়ে যাওয়ার সেই ভিডিও পোস্ট করে এক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লেখেন, "আজ সকালে লিলুয়ার ঘটনা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
২০২৩ সালের জুন মাসে এই একই ভিডিও ভুয়ো দাবিতে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে।
সেসময় বুম ভাইরাল ভিডিওতে "ভিওএ" লেখা একটি লোগো লক্ষ্য করে। এই সূত্র ধরে, আমরা "ভিওএ ট্রেন অ্যাক্সিডেন্ট সিসিটিভি" দিয়ে কিওয়ার্ড সার্চ করি এবং দেখতে পাই ভয়েস অফ আমেরিকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিও ১২ নভেম্বর ২০১৯ আপলোড করা হয়েছে।
ভিডিওটির সাথে থাকা ইংরেজি ক্যাপশন থেকে জানা যায়, "ভারতীয় রেল দ্বারা প্রকাশিত ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ফুটেজে সোমবার, ১১ নভেম্বর দক্ষিণ ভারতের শহর হায়দরাবাদে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মুহূর্তটি দেখা যায়। সোমবার সকালে দুর্ঘটনার সময় ট্রেন চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। ছয় ঘন্টা আটকে থাকার পর চালককে উদ্ধার করা হয়। সংঘর্ষের ফলে একটি লোকাল ট্রেনের ছয়টি বগি এবং হান্ড্রি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। (রয়টার্স) "
নীচে ভাইরাল ভিডিওর স্ক্রিনশটের সাথে ইউটিউব ভিডিওর স্ক্রিনশটের একটি তুলনা দেওয়া হল।
ইন্ডিয়া টুডেও তাদের এক্স হ্যান্ডেলে একই তথ্যসহ ফুটেজটি প্রকাশ করে।
১২ নভেম্বর ২০১৯ প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা যায় ১১ নভেম্বর হায়দরাবাদ মাল্টি-মডেল ট্রান্সপোর্ট সিস্টেম (এমএমটিএস) ট্রেনের সঙ্গে হায়দরাবাদ কুর্নুল হান্ড্রি এক্সপ্রেসের সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে।
ওই প্রতিবেদন অনুযায়ী, "দুর্ঘটনায় লোকাল ট্রেনের লোকো পাইলট সহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। দক্ষিণ মধ্য রেলের এক বিবৃতি অনুযায়ী, এমএমটিএসের ছয়টি কামড়া এবং হান্ড্রি এক্সপ্রেসের তিনটি কামড়া সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সিগন্যালে ত্রুটির কারণে স্থানীয় ট্রেনটি লাইন পরিবর্তন করে এবং দাঁড়িয়ে থাকা ইন্টারসিটি এক্সপ্রেসটিকে ধাক্কা দেয়।"