গরুর মাথায় হাতির শুঁড়, বাঘের মাথা মাছে: AI এর দৌলতে ভাইরাল কৃত্রিম ভিডিও
বুম দেখে জীবজগৎের বৈচিত্র নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি করা হয়েছে এমন আজব সব প্রাণীর ভিডিও।
অদ্ভুত দর্শন কিছু প্রাণীর খোঁজ পাওয়া গেছে দাবি করে সম্প্রতি কিছু কিম্ভুতকিমাকার জীবের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জীব বৈচিত্রের নাম করে ছড়ান এইসব ভিডিওতে কখনও দেখা যাচ্ছে গরু ও সিল মাছের সংমিশ্রণে তৈরি দুটি জীব, আবার কখনও গরুর শরীরে হাতির শুঁড় অথবা বাঘের মতো মাথা সমেত এক মাছের দৃশ্য।
ছোটবেলার গল্পের বইয়ের পাতা ছাড়িয়ে এযেন এক আজব পৃথিবীর দর্শন হচ্ছে সমাজমাধ্যমে!
কিন্তূ কতটা সত্যি এই কিম্ভুতকিমাকার প্রাণীদের অস্তিত্ব? আদৌ কি তারা আমাদের চারপাশের বাসিন্দা? এমনই কিছু ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করল বুম।
সিল মাছের মতন গরু
গরুর মাথা ও সিল মাছের দেহ বিশিষ্ট এক প্রাণীর ভিডিও শেয়ার করে সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা দাবি করেন চীন দেশে এক গরু সদ্য এমন এক প্রাণীর জন্ম দিয়েছেন। ভিডিওটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "চায়নাতে গরুর পেট থেকে আধেক মাছ আধা গরুর বাচ্চা হল"।
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
বুম ভিডিওটিতে প্রাণীটির পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির মধ্যে একজনকে তিনটি পা নিয়ে হাটতে ও প্রাণীটির চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করে। এই অস্বাভাবিকতাগুলি লক্ষ্য করে আমরা হাইভ মডারেশনে ভিডিওটির কিফ্রেমের পরীক্ষা করে দেখি প্রাণীটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত।
ইতিমধ্যেই বুম ভিডিওটির তথ্য যাচাই করে এক ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে। বিশদে পড়ুন এখানে।
গরুর মতন সিল মাছ
গরু ও সিল মাছের সংমিশ্রণে তৈরি প্রাণী দাবি করে অন্য এক ভিডিওও ছড়ায় ফেসবুকে। প্রাণীটির ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ক্যাপশনে লেখেন, "এইটা কি প্রানি রে ভাই।"
ভিডিওটি দেখুন এখানে, পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
গরুর মুখ ও সিল মাছের দেহ বিশিষ্ট এই প্রাণীর ভাইরাল ভিডিও যাচাই করতে বুম প্রথমে ভিডিওটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে লক্ষ্য করে ভাইরাল ভিডিওটিতে প্রাণীটির পিছনে দাঁড়ানো মানুষের হাতের আঙুল অস্পষ্ট ও অসম্পূর্ণ।
এখান থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভিডিওটিকে truemedia.org, একটি ডিপফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি বা ভিডিও যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করে দেখি ভাইরাল এই প্রাণীটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি করা হয়েছে। পরীক্ষাটির ফলাফল দেখুন নীচে।
হাতির মাথা গরুর ধড়ে!
এই ভিডিওতে গরুর সাথে হাতির শুঁড় যুক্ত এক প্রাণীর দৃশ্য দেখতে পাওয়া যায়। ফেসবুকে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, "এইটা আবার কেমন গরু।"
পোস্টটির আর্কাইভ দেখুন এখানে।
বুম গরুর দেহ ও হাতির শুঁড় বিশিষ্ট প্রাণীটির তথ্য যাচাই করে দেখে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
ভিডিওটি পর্যবেক্ষণ করে আমরা প্রাণীটির শুঁড়ের নড়াচড়াতে অস্বাভাবিকতা ও প্রেক্ষাপটে দাঁড়ানো এক ব্যক্তির চলাফেরার সময় মুখ বিকৃত হয়ে যাওয়া লক্ষ্য করি। এই ধরণের অস্বাভাবিকতা মূলতঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিওগুলিতে লক্ষ্য করা যায়।
এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভিডিওটির স্ক্রিনশট 'ইজ ইট এআই' ওয়েবসাইটে পরীক্ষা করলে জানতে পারি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে। বিশদে পড়ুন এখানে।
'টাইগার ফিশ'
তবে কেবলমাত্র গরু, হাতি, সিল মাছ নয়, বাঘের মতো মাথা ও গায়ে বাঘের মতো কালো দাগ সমেত অদ্ভুত এক হলুদ-কালো মাছের ভিডিওও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা মাছটিকে "টাইগার ফিশ" বলে দাবি করেন।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লেখেন, "টাইগার ফিশ এটা দেখা জীবনে বাকি ছিল।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আমরা ভাইরাল মাছটির অস্ত্বিত্ব যাচাই করতে গুগলে কিওয়ার্ড সার্চ করে ভিডিওর মতো বাঘের মুখ ও গায়ে হলুদ-কালো দাগ কাটা দাগসমেত মাছটির অস্ত্বিত্ব সম্পর্কে কোনও বিশ্বাসযোগ্য তথ্য খুঁজে পাইনি।
এরপর আমরা ভিডিওটিকে truemedia.org, একটি ডিপফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি বা ভিডিও যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি এবং জানতে পারি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে তৈরী করা হয়েছে। নীচে ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত পরীক্ষার ফলাফল দেখা যাবে।