সি-ভোটার সমীক্ষা বলছে কোচবিহারে জয়ী তৃণমূল প্রার্থী? ভাইরাল ছবি সম্পাদিত
বুম দেখে এবিপি আনন্দের সি-ভোটার সমীক্ষা অনুযায়ী আসলে বিজপি প্রার্থী নিশীথ প্রামাণিককে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দের (ABP Ananda) গ্রাফিক্সের একটি সম্পাদিত স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে যে এবিপি আনন্দের সি-ভোটার (C-Voter) সমীক্ষায় কোচবিহারে (Coochbehar) তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়াকে সম্ভাব্য জয়ী বলে জানা গিয়েছে।
বুম দেখে এবিপি আনন্দের গ্রাফিক্সের স্ক্রিনশটটি সম্পাদিত এবং আসল সমীক্ষায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কোচবিহারে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে।
নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলের জেতার সম্ভবনা বেশি, কোন জায়গায় কোন প্রার্থীর জেতার প্রবণতা বেশি, এইসব জানতে সার্ভে করা হয়। সি-ভোটার দিল্লির একটি ভারতীয় আন্তর্জাতিক পোলিং সংস্থা যারা এই ধরণের রিসার্চ করে।
কোচবিহারে ভোট প্রথম দফায়, ১৯ এপ্রিল ২০২৪ তারিখে। ইতিমধ্যে, এবিপি আনন্দের এই সম্পাদিত গ্রাফিক্সের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
একজন ফেসবুক ব্যবহারকারী এই স্ক্রিনশটটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও একজন ব্যবহারকারী এই একই পোস্ট ফেসবুকে শেয়ার করেন।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে ইউটিউবে এবিপি আনন্দের সি-ভোটার সমীক্ষা সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে। আমরা এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে ১১ এপ্রিল এবং ১২ এপ্রিল ২০২৪ তারিখে পোস্ট করা সি-ভোটার সমীক্ষা সংক্রান্ত দুটি লাইভ দেখতে পাই।
এই লাইভ দুটির ১২ তারিখে পোস্ট করা দ্বিতীয় পর্বে কোচবিহারে কোন প্রার্থীর জয়ী হবে তার প্রবণতা দেখানো হয়। সি ভোটার ওপিনিয়ন পোল (পর্ব ২): যাদবপুরে কার জাদু? কলকাতার 'উত্তর' কী? ঘাটালে কে হিট? শিরনামসহ লাইভটিতে যাদবপুর, বীরভূম, ঘাঁটাল, কোচবিহার ও আরও কিছু লোকসভা কেন্দ্রের সমীক্ষার ফলাফল দেখানো হয়।
লাইভ ভিডিওটি দেখুন এখানে।
এবিপি আনন্দের লাইভটির ৫৮: ৫২ মিনিট থেকে কোচবিহার কেন্দ্রের সি-ভোটার সমীক্ষার ফলাফল দেখানো হয়। এই লাইভ থেকে আমরা জানতে পারি বিজেপি ও তৃণমূলের মধ্যে ৩% ভোটের এদিক ওদিক হলে নির্বাচনের ফলাফল পালটে যেতে পারে। তবে, সমীক্ষা অনুযায়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়ে থাকতে দেখানো হয়েছিল।
আমরা লক্ষ্য করি এবিপি আনন্দের লাইভে 'সম্ভাব্য জয়ী' লেখা পোস্টার এবং ভাইরাল গ্রাফিক্সের পোস্টারটির দুটি ভিন্ন জায়গায়। নীচে ভাইরাল গ্রাফিক্স ও এবিপি লাইভে দেখানো গ্রাফিক্সের তুলনা দেওয়া হল।
এভাবেই, আমরা নিশ্চিত হই ভাইরাল গ্রাফিক্সটি সম্পাদিত।