মহম্মদ সেলিমের কপালে তিলকসহ পুরনো ছবি সাম্প্রতিক দাবিতে ছড়াল
বুমকে মহম্মদ সেলিম জানান তার কপালে তিলক আঁকা ছবিটি ছয় বছর আগে তোলা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিপিআইএমের রাজ্য সচিব মহম্মদ সেলিমের কপালে তিলক কাটা একটি পুরোনো ছবি সাম্প্রতিক দাবিসহ শেয়ার করা হচ্ছে।
বুম মহম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ছবিটি ছয় বছর আগে রায়গঞ্জে তোলা।
আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ আসনে প্রার্থী হয়েছেন সিপিআইএমের রাজ্য সচিব মহম্মদ সেলিম। সেলিমের প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী আবু তাহের খান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে এখনো অবধি ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
মহম্মদ সেলিমের তিলক আঁকা ছবির পাশে ভাইরাল পোস্টে “কপালে রসকলি এঁকে এই হার্মাদ গোঁসাইয়ের আবার শুরু পরকীয়া মীরা ভজনা” লেখাটি দেখা যায়।
এই পোস্টটি এক্সে শেয়ার করে একজন ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, “দেখ তো এই মালটা চলবে???”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ফেসবুকে একজন ব্যবহারকারী এই একই পোস্ট শেয়ার করেছেন।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে সিপিআইএম রাজ্য সচিব মহম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করে।
তিনি আমদের জানান ছবিটি সাম্প্রতিক নয়, বরং ছয় বছর আগে রায়গঞ্জে তোলা। ছবির পিছনে তিনি তার তৎকালীন গাড়িটি চিনতে পেরেছেন।
সে সময় তিনি রায়গঞ্জে একটি কীর্তনের আসরে যান। তিনি বুমকে বলেন, “কীর্তনের আসর থেকে বেরিয়ে এসে আমায় গাড়ি থেকে নামতে দেখে অত্যুৎসাহী ভক্ত কেউ চন্দন তিলক কেটে দেয়।”
সেলিম আরও বলেন তার এই তিলক কাটা ছবিটি নিয়ে অন্যান্য রাজনৈতিক দল সাম্প্রদায়িক ও ব্যাক্তিগত কটাক্ষ করেছে।
এছাড়াও, আমরা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে "ভোট বড় বালাই— হরিনামে মত্ত কমিউনিস্ট সেলিম" শিরোনামসহ একটি প্রতিবেদন পাই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী ছিলেন মহম্মদ সেলিম। ২৭ মার্চ ২০১৯ তারিখে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি ২০১৯ সালের লোকসভা ভোটের আগে প্রচার পর্বে বাম প্রার্থীকে রায়গঞ্জে সংকীর্তনের আসরে দেখা যায়। প্রতিবেদনটি দেখুন এখানে।
এইভাবেই, বুম নিশ্চিত হয় যে ছবিটি পুরনো এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে কোনও যোগ নেই।