সম্পাদিত ভিডিও ছড়িয়ে দাবি প্রধানমন্ত্রী মোদী নিজেকে পাঠান পুত্র বলেছেন
বুম দেখে সম্পূর্ণ ভিডিওতে নরেন্দ্র মোদী আদতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে 'পাঠান পুত্র' বলে সম্বোধন করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বক্তব্যের এক অংশ ছড়িয়ে দাবি করা হয় তিনি নিজেকে 'পাঠান পুত্র' বলে উল্লেখ করেছেন।
বুম দেখে ভাইরাল ভিডিও ক্লিপটি সম্পাদনা করে বিভ্রান্তিকর দাবিসহ শেয়ার করা হচ্ছে। আসল ভিডিওতে মোদীকে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠান পুত্র বলে সম্বোধন করেছেন।
১০ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে প্রধানমন্ত্রীকে হিন্দিতে নিজেকে 'পাঠান পুত্র' বলতে শোনা যায়। মোদীকে বলতে শোনা যায় , "ম্যায় পাঠান কা বাচ্চা হু"।
১২ এপ্রিল ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী নাম না করে বিরোধী পক্ষের নেতাদের আক্রমণ করে বলেন শ্রাবন মাসে মাংস খাবার ভিডিও পোস্ট করা মুঘল মানসিকতার পরিচয়। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সারা দেশজুড়ে তৈরি হয় বিতর্ক। এরই মধ্যে মোদীর বক্তব্যের এই ভিডিও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওটি একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করে ক্যাপশন হিসাবে লিখেছে, "এইটা জানতাম না স্যার"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম এই একই বিভ্রান্তিকর দাবি ২০২০ সালে ভাইরাল হলে তার তথ্য যাচাই করে। সেই তথ্য যাচাই দেখুন এখানে।
আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ভাষণটির লাইভ ভিডিও দেখতে পাই। রাজস্থানের টঙ্কে জনসভায় প্রধানমন্ত্রী মোদী ক্যাপশনসহ ভিডিওটিতে নরেন্দ্র মোদীকে ভাষণ দিতে শোনা যায়। ওই ভাষণে প্রধানমন্ত্রীকে ১৪ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে পুলওয়ামা হামলায় মৃত সিআরপিএফদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে শোনা যায়।
আসল ভিডিওটিতে ৪৩ মিনিট ২৬ সেকেন্ড থেকে ৪৫ মিনিট ০৩ সেকেন্ড অবধি প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, "পাকিস্তানে নতুন সরকার গঠন করা হয়েছে। প্রোটোকল অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীকে ফোন করে আমার অভিনন্দন জানানোটা স্বাভাবিক ছিল। আমি তাকে ফোন করেছিলাম এবং বলেছিলাম যে ভারত ও পাকিস্তানের মধ্যে এই লড়াই যথেষ্ট হয়েছে। পাকিস্তান কিছুই পায়নি এর থেকে। আমি তাঁকে বলেছিলাম যে, এখন আপনি রাজনীতিতে প্রবেশ করেছেন, ভারত ও পাকিস্তানকে একত্র হয়ে দারিদ্র্য ও নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করতে দিন। সেদিন আমি তাকে একথা বলেছিলাম। তিনিও আমাকে একটা কথা বলেছিলেন। তিনি বলেন, 'মোদীজি, আমি পাঠানের বাচ্চা। আমি সত্যি কথা বলি। আমি সততার সঙ্গে কাজ করি। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সেই কথার পরীক্ষা নেওয়ার সময় এসেছে। আমি দেখব তিনি তার কথায় অটল থাকেন কি না।"
আমরা লক্ষ্য করি লাইভ ভিডিওর এই দৃশ্য এবং উক্তি ভাইরাল ভিডিওটির সঙ্গে মিলে যাচ্ছে। এখানে মোদী ইমরান খানের নিজেকে 'পাঠানের পুত্র' বলার কথা বুঝিয়েছেন, নিজেকে নয়।