বিজেপি রাজ্য দফতরে দলীয় কর্মীদের বিক্ষোভের ভিডিওটি পুরনো, সাম্প্রতিক নয়
বুম দেখে বিজেপি রাজ্য দফতরের সামনে বিজেপির কর্মীদের একাংশের বিক্ষোভের ভিডিওটি ২০২৩ সালের, সাম্প্রতিক নয়।
বিজেপি কর্মীদের বিজেপি রাজ্য দফতরে বিক্ষোভ করার Zee ২৪ ঘন্টার একটি ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। বুম যাচাই করে দেখে ভিডিও প্রতিবেদনটি পুরোনো।
ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা মুরুলীধর সেন রোডে বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ করছে। তাদের দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে "গো ব্যাক" স্লোগান দিতে শোনা যাচ্ছে ও বাংলায় বিজেপির উচ্চপদস্থ নেতাদের পোস্টারে পদাঘাতও করতেও দেখা যাচ্ছে তাদের। এদের মধ্যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পোস্টারের উপর বড় করে লাল রঙের কাটা চিহ্ন দেওয়া এবং সেই পোস্টার বিক্ষোভকারী কর্মীরা মাটিতে ফেলে পদাঘাত করছে। ভিডিওটির উপরে "বিক্ষোভে বিজেপি বাঁচাও মঞ্চ", "কাল সল্টলেকের পর আজ মুরুলীধর" ও "বিজেপি অফিসে ফের বিক্ষোভ" শিরোনামগুলি দেখা যাচ্ছে।
সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। তিনি ২০১৯ সাল থেকে লোকসভার সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাটের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। ২৬ এপ্রিল ২০২৪ তারিখে বালুরঘাটে লোকসভা নির্বাচন তার আগেই এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফেসবুকে ভিডিওটি একাধিকবার শেয়ার করা হয়েছে। একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে তুমুল বিক্ষোভ বিজেপি রাজ্য দপ্তরে। সুকান্ত শুভেন্দুর পোস্টের পোড়ানো, পা দিয়ে মাড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। তালা পরে যাবে যেকোনো সময়।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একজন ফেসবুক ব্যবহারকারী এই একই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "তুমুল বিক্ষোভ বিজেপি রাজ্য দপ্তরে। সুকান্ত শুভেন্দুর পোস্টের পোড়ানো, পা দিয়ে মাড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। তালা পরে যাবে যেকোনো সময়।ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল ভিডিওটি একটি Zee ২৪ ঘন্টার ভিডিও প্রতিবেদনের ক্লিপ। ভাইরাল ভিডিওটির উপর দিকে "বিক্ষোভে বিজেপি বাঁচাও মঞ্চ" শিরোনাম দেখতে পাই। এই সূত্রধরে আমরা Zee ২৪ ঘন্টার ইউটিউব চ্যানেলে যাই ও "বিক্ষোভে বিজেপি বাঁচাও মঞ্চ" কিওয়ার্ড সার্চ করে ১২ অক্টোবর ২০২৩ তারিখের একটি ভিডিও প্রতিবেদন পাই। আমরা লক্ষ্য করি "BJP: সল্টলেকের পর আজ মুরলিধর, বিজেপি অফিসে ফের বিক্ষোভ | Zee ২৪ ঘন্টা" ক্যাপশনসহ প্রতিবেদনটির দৃশ্য ভাইরাল ভিডিওটির সঙ্গে মিলে যাচ্ছে। নীচে ২৪ ঘন্টার প্রতিবেদন ও ভাইরাল ভিডিওর স্ক্রিনশটের তুলনা দেওয়া হল।
২৪ ঘন্টার ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে।
এছাড়াও, বুম ১২ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত বিজেপি কর্মীদের রাজ্য দফতরে বিক্ষোভ সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন পায়। আমরা হিন্দুস্তান টাইমস বাংলার "BJP Agitation: এবার মুরলিধর সেন স্ট্রিটে BJP কর্মীদের বিক্ষোভ, সুকান্তর ছবিতে লাথি, জুতোপেটা" শিরোনামসহ প্রতিবেদন থেকে জানতে পারি বিক্ষোভকারী বিজেপি নেতাকর্মীরা বীরভূম থেকে এসেছিল। প্রতিবেদন অনুযায়ী, "এক বিক্ষোভকারী বলেন, ‘বীরভূমে তৃণমূলের সঙ্গে আঁতাত করে কয়লা পাচারের টাকার ভাগ নিচ্ছে জেলা সভাপতি ধ্রুব সাহা। তাঁর মাথায় অমিতাভ চক্রবর্তীর হাত রয়েছে বলে কেউ কিছু করছে না। সেই টাকার ভাগ রাজ্য ভবনেও আসছে।" হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনটি দেখুন এখানে।
এর থেকেই বুম নিশ্চিত হয় যে ভাইরাল ভিডিওটি পুরোনো।