রচনা ব্যানার্জীর বান্ধবীদের সাথে নাচের পুরোনো ভিডিও সম্পাদনা করে ভাইরাল
বুম দেখে ভাইরাল ভিডিওটিতে সম্পাদনা করে ধোঁয়ার প্রভাব যোগ করা হয়েছে, রচনা ব্যানার্জীর পোস্ট করা আসল ভিডিওতে কোনো ধোঁয়া নেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ও লোকসভা নির্বাচনে (Loksabha Election) হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) তার বান্ধবীদের সাথে নাচের এক পুরোনো ভিডিও শেয়ার করা হচ্ছে। ভাইরাল ভিডিওটিতে রচনা ব্যানার্জীকে তার চার বান্ধবীর সঙ্গে একটি ঘরে নাচ করতে দেখা যাচ্ছে ও চারিদিকে ধোঁয়া দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে রচনা ব্যানার্জী তার বান্ধবীদের সাথে নেশায় মত্ত ছিলেন। বুম দেখে ভাইরাল ভিডিওটিতে সম্পাদনা করে ধোঁয়ার প্রভাব যোগ করা হয়েছে।
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে ১৯ এপ্রিল ২০২৪ তারিখে। শাসকদল তৃণমূল কংগ্রেস মার্চ মাসের ১০ তারিখে জনগর্জন সভার মঞ্চ থেকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। হুগলীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী, বিজেপিতে তার প্রতিপক্ষ এককালের সহকর্মী লকেট চ্যাটার্জী। ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় তার বান্ধবীদের সাথে নাচের সম্পাদিত ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটির উপরে লেখা আছে, "খুব চেনা চেনা লাগছে" এবং নিচে লেখা, "ও ধোঁয়া শিল্প।"
ফেসবুকে এই ভাইরাল ভিডিওটি একাধিকবার শেয়ার করা হয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ধোঁয়ায় ধোঁয়া।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
এই একই ভিডিও শেয়ার করে আরও একজন ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "খুব চেনা চেনা লাগছে না ও ধোঁয়া শিল্প হাওয়াই চটি #RachanaBanerjee"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে রচনা ব্যানার্জীর নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পোস্টগুলি দেখতে থাকে। আমরা সেখানে ২৯ আগস্ট ২০২২ তারিখে পোস্ট করা একটি রিল দেখতে পাই।
অভিনেত্রী রচনা ব্যানার্জী সেই রিলের ক্যাপশনে তার বন্ধুদের ট্যাগ করে ইংরেজিতে লিখেছেন, "আমার বন্ধুরাই আমার জান্নাত" (অনূদিত)
(Original: My friends my JANNAT...)
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আমরা লক্ষ্য করি ওই রিলের দৃশ্য ভাইরাল ভিডিওটির দৃশ্যের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু রচনা ব্যানার্জীর পোস্ট করা রিলে কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না। এছাড়াও, আমরা দেখি আসল ভিডিওটির ফ্রেম উল্টো করে ভাইরাল ভিডিওটি বানানো হয়েছে। বুম আরও দেখে যে ভিডিওটির উপর একটি অন্য গান সম্পাদনা করে বসানো হয়েছে যা আসল পোস্টের থেকে আলাদা। নীচে রচনা ব্যানার্জীর পোস্ট করা রিল ও ভাইরাল ভিডিওটির দৃশ্যের স্ক্রিনশটের তুলনা দেওয়া হলো।
এর থেকেই আমরা নিশ্চিত হই ভাইরাল ভিডিওটিতে সম্পাদনা করে ধোঁয়া যোগ করা হয়েছে।