ভুয়ো দাবি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন ছাড়া রান্না করছেন
২০২২ সালের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর বাড়িতে কালী পুজোর সময় ভোগ রান্নার মুহূর্তের ছবি ভুয়ো দাবিতে ছড়ানো হচ্ছে।
পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রান্না করার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে ভুয়ো দাবি করা হয়েছে আগুন (flames) ছাড়াই রান্না (cooking) করছেন তিনি।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ২০২২ সালের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে হাতে তাঁর বাড়িতে কালী পুজো উপলক্ষ্যে ভোগ রান্নার মুহূর্ত। একই মুহূর্তের অন্য ছবি ও ভিডিওতে অভেনের শিখা দেখা যায়।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়াইতে রান্না করছেন।
ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “১২ বছর যেমন বাংলার মানুষকে টুপি পরিয়েছেন তেমনি আগুন ছাড়াও রান্না করছেন।”
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে দেখে তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে ২৪ অক্টোবর ২০২২, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই ভঙ্গিমায় রান্না করার চারটি ছবি পোস্ট করা হয়।
ছবিগুলি টুইট করে ক্যাপশন লেখা হয়, “আমাদের মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় শুভ কালী পুজো উপলক্ষ্যে মা কালীর জন্য অন্ন-ভোগ তৈরি করছেন।”
ভাইরাল ছবিটি রয়েছে এই টুইটে। দ্বিতীয় ছবিতে স্পষ্টতই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়ইয়ের নিচে নীলাভ গ্যাসের শিখা।
ওই একই দিনে ২৪ অক্টোবর ২০২২ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যাচাই করা ফেসবুক প্রোফাইল থেকে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও টুইট করা হয়।
ভিডিওটির ১৪ সেকেন্ড সময় থেকে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রান্না করার দৃশ্য।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো উপলক্ষ্যে নিজে হাতে তিনি ভোগ রান্না করেন। এ ব্যপারে এই সময় ও এবিপি আনন্দ গণমাধ্যমে ২৪ অক্টোবর ২০২২ প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে ও এখানে।