BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • লোকসভা ভোটের ফল প্রকাশের পর মমতা...
ফ্যাক্ট চেক

লোকসভা ভোটের ফল প্রকাশের পর মমতা নীতিশ কুমারের পুরনো ছবি ভাইরাল

বুম দেখে ভাইরাল ছবিটি পুরনো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২২ জুন ২০২৩ তারিখে তাদের এক্স হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে।

By - Srijanee Chakraborty |
Published -  9 Jun 2024 4:51 PM IST
  • লোকসভা ভোটের ফল প্রকাশের পর মমতা নীতিশ কুমারের পুরনো ছবি ভাইরাল

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) এক পুরনো সাক্ষাতের ছবি সাম্প্রতিক দাবিসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটি শেয়ার করে ব্যবহারকারীরা বিভ্রান্তিকর দাবি করেছেন ২০২৪ সালের লোকসভা ভোটের ফল প্রকাশের পর 'ইন্ডিয়া' (I.N.D.I.A) জোটে যোগ দেওয়ার জন্য দিল্লিতে নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

    বুম যাচাই করে দেখে ছবিটি ২২ জুন ২০২৩-এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে যখন দেখা করেন সে সময় ছবিটি তোলা হয়।

    ৪ জুন নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করে। বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলি মিলিয়ে এনডিএ জোট একত্রে ২৯৩টি আসনে জয়লাভ করে কেন্দ্রীয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন সংখ্যা অতিক্রম করে। অপরদিকে, মূল বিরোধীপক্ষ 'ইন্ডিয়া' জোট ২৩৪টি আসনে জয়লাভ করে। কেন্দ্রে এনডিএ সরকার গঠন করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তার রাজনৈতিক দল জনতা দলের (সংযুক্ত) সমর্থন গুরুত্বপূর্ণ।

    লোকসভা ভোটের ফল প্রকাশের পর ও নতুন কেন্দ্রীয় সরকার শপথ নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতিশ কুমারের ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটিতে নীতিশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ফুলের তোড়া দিতে দেখা যায়। ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "খেলা শুরু হয়ে গেছে..।আজ দিল্লিতে দিদির সঙ্গে দেখা করলেন নীতিশ কুমার I-N-D-I-A জোটে যোগ দেওয়ার জন্য। দিদিই পথ দেখাবে....."


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    ভাইরাল ছবিটি একই ক্যাপশনসহ আরও একজন ব্যবহারকারী শেয়ার করেছেন।


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -বিজেপি লোকসভা নির্বাচনে হাজার ভোটের কম ব্যবধানে ১০০ আসন জেতেনি

    তথ্য যাচাই

    বুম ভাইরাল ছবির নীচে "ছবিটি এআইটিসি অফিসিয়াল দ্বারা টুইট করা" লেখাটি লক্ষ্য করে। এই সুত্র ধরে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হান্ডেলে ভাইরাল ছবিটি দেখতে পাই।

    ২২ জুন ২০২৩ তারিখের এক্স পোস্টের ক্যাপশন থেকে জানা যায় ওই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাটনায় বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ক্যাপশন অনুযায়ী বৈঠকে তারা সাধারণ মানুষের বিকাশ ও উন্নয়ন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

    Today, Hon'ble Chief Minister Smt @MamataOfficial and Nat'l GS Shri @abhishekaitc met with the Hon'ble Chief Minister of Bihar, Shri @NitishKumar in Patna.

    They held meaningful discussions on various pressing matters and exchanged insights on issues concerning the progress and… pic.twitter.com/8d3I3XeZp9

    — All India Trinamool Congress (@AITCofficial) June 22, 2023

    পোস্টটি দেখুন এখানে।

    এছাড়াও, নীতিশ কুমারের 'ইন্ডিয়া' জোটে যোগ দেওয়ার অভিপ্রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে সাম্প্রতিক বৈঠক সংক্রান্ত কোনও প্রতিবেদন আমরা পাইনি।

    ৭ জুন আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সরকার গড়তে এনডিএ জোটকেই সমর্থন করবেন নীতিশ কুমার। প্রতিবেদন অনুযায়ী, ৯ জুন, "রবিবার পর্যন্ত দিল্লিতেই থাকছেন চন্দ্রবাবু এবং এনডিএ-র আর শরিক দল জেডিইউ-এর নেতা নীতীশ কুমার। রবিবার সন্ধ্যাতেই শপথ নেওয়ার কথা তৃতীয় এনডিএ সরকারের। তার পরেই দিল্লি ছাড়বেন এই দুই নেতা।"

    আরও পড়ুন -'ইন্ডিয়া' জোটে নীতিশ কুমার যোগ দিচ্ছেন ভুয়ো দাবি করে ভাইরাল পুরনো ছবি

    Tags

    Mamata BanerjeeNitish KumarLoksabha Election
    Read Full Article
    Claim :   পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা করার ছবি দেখা যাচ্ছে
    Claimed By :  Facebook Users
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!