নীতিশ কুমারের এনডিএ সমর্থনের আবহে ছড়াল তেজস্বী যাদবের সঙ্গে পুরনো ভিডিও
বুম দেখে নীতিশ কুমার ও তেজস্বী যাদবের ভিডিওটি এক বছর আগের যখন তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থ বার শপথ নেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) সাথে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) একটি পুরোনো ভিডিও শেয়ার করা হচ্ছে। ভিডিওটি বিভ্রান্তিকর দাবি করে এনডিএ জোট থেকে তার সমর্থন তুলে নিয়ে, ভাইপো তেজস্বীর মতো 'ইন্ডিয়া' জোট সমর্থন করবেন নীতিশ কুমার।
বুম দেখে ভিডিওটি বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে । নীতিশ কুমার ও তেজস্বী যাদবের ভিডিওটি এক বছর আগের যখন তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থ বার শপথ নেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয় ৪ জুন। ২৯৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে প্রয়োজনীয় ২৭২ আসনের সংখ্যা পার করে এনডিএ জোট।'ইন্ডিয়া' জোট জয়লাভ করে ২৩২টি আসনে।আগে 'ইন্ডিয়া' জোটকে সমর্থন করলেও, বিহারের মুখ্যমন্ত্রী এনডিএ জোটকেই কেন্দ্রীয় সরকার গঠনে সমর্থন করেন নির্বাচনের ফলাফল প্রকাশের পর। তবে, তার ভাইপো ও বিহারের প্রাক্তন সহ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব 'ইন্ডিয়া' জোটকে সমর্থন করে।
এই রাজনৈতিক আবহে, নীতিশ কুমার ও তেজস্বী যাদবের ১৩ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পরে। ভিডিওটিতে হিন্দিতে " আমি আসছি ভাইপো" ও বাংলায় "হাওয়া উল্টো" লেখাগুলি দেখা যায়।
একটি ফেসবুক পেজের তরফ থেকে ভিডিওটি শেয়ার করা হয়।
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভিডিওটি পুরনো ও অসম্পর্কিত। সাম্প্রতিক লোকসভা নির্বাচনের সঙ্গে ভিডিওটির যোগ নেই।
আমরা ভিডিওটির উৎস খুঁজে বের করতে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করি। জনতা দলের (সংযুক্ত) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১০ অগস্ট ২০২২ আপলোড করা একটি ভিডিওতে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখতে পাই।
৯:৩০ সেকেন্ডের ভিডিওটিতে নীতিশ কুমারের চতুর্থ বার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া ও তেজস্বী যাদবকে সহকারী মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করতে দেখা যায়। অগস্ট ২০২২ থেকে জানুয়ারী ২০২৪ পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করেন তিনি।
ইউটিউবে আপলোড করা ভিডিওর ৭মিনিট ১৫ সেকেন্ড থেকে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখা যায়।
ভিডিওটি দেখুন এখানে।
আমরা দেখি এই ভিডিওটির প্রেক্ষাপটের সাজসজ্জা ও পিছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীদের ভাইরাল ভিডিওতেও লক্ষ্য করা যায়। ইউটিউব ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটের সঙ্গে ভাইরাল ভিডিওর স্ক্রিনশটের একটি তুলনা নীচে দেখুন।