BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • নরেন্দ্র মোদীর পুণের জনসভার খালি...
ফ্যাক্ট চেক

নরেন্দ্র মোদীর পুণের জনসভার খালি আসনের ভিডিও ভাইরাল হল কল্যাণী দাবি করে

বুম দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ভাইরাল ভিডিওটি মহারাষ্ট্রের পুণে শহরের, নদিয়ার কল্যাণীর নয়।

By - Srijanee Chakraborty |
Published -  28 May 2024 3:46 PM IST
  • নরেন্দ্র মোদীর পুণের জনসভার খালি আসনের ভিডিও ভাইরাল হল কল্যাণী দাবি করে

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনসভায় অনেকগুলি খালি আসনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করে কিছু নেটিজেন বিভ্রান্তিকর দাবি করেছেন সেটি নদিয়ার কল্যাণীতে (Kalyani) আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভার।

    বুম যাচাই করে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ভাইরাল ভিডিওটি নদীয়া জেলার কল্যাণীর নয় ভিডিওটি তোলা হয়েছে মহারাষ্ট্রের পুণের জনসভায়।

    ভারতে ২০২৪ সালের সাতটি দফায় আয়োজিত লোকসভা নির্বাচনের আর অন্তিম অর্থাৎ সপ্তম দফায় ভোটগ্রহণ হওয়া বাকি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ ৮টি লোকসভা কেন্দ্রে ভোট হবে ১ জুন।

    ২৭ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে মোদীকে দর্শকদের উদ্দেশ্যে হিন্দিতে বলতে শোনা যায়, "সরিয়ে দেবে...যতক্ষণ মোদী আছে 'ইন্ডিয়া' জোটের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। সাথীরা, কংগ্রেস শাসনের আরও একটা পরিচয় আতঙ্কবাদীদের ছেড়ে দেওয়া। আমরা কিভাবে ভুলতে পারি সেই সময়..." ভাইরাল ভিডিওতে জনসভার মঞ্চের সামনের দিকে লোক বসে থাকতে দেখা গেলেও, পিছনের সব আসন খালি দেখা যায়।

    এই ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "নদিয়ার কল্যাণী তে মোদীর সভায় উপচে পড়া জমায়েত।মোদী মমতার সভাগুলোর জমায়েত মিডিয়া ভয়ে দেখায় না।"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

    আরও পড়ুন -ঘূর্ণিঝড় রেমাল দাবি করে ছড়াল AI ছবি

    তথ্য যাচাই

    বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় খালি আসন' সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে এবছরের ৩০ এপ্রিলের একটি এক্স পোস্ট পায়। ওই পোস্টে দৃশ্যমান জনসভার মঞ্চ আমরা দেখি ভাইরাল ভিডিওর অনুরূপ। এক্স পোস্ট অনুযায়ী ভিডিওটি প্রধানমন্ত্রীর মহারাষ্ট্রের পুণের জনসভায় তোলা।

    PM Modi rally in Pune.
    1/3 of the seats are lying vacant or unoccupied.

    People started moving out from the stadium in the middle of his speech.

    Empty promises gives you empty seat. #BJPHataoDeshBachao #Haatbadlegahalaat pic.twitter.com/Pbl4dloOT2

    — NariShakti (@NariShakti7280) April 30, 2024

    এই সূত্র ধরে আমরা প্রধানমন্ত্রীর আধিকারিক ইউটিউব চ্যানেলে গিয়ে ২৯ এপ্রিল ২০২৪ আপলোড করা মহারাষ্ট্রর পুণের জনসভার একটি সরাসরি সম্প্রচার দেখতে পাই। আমরা লক্ষ্য করি প্রধানমন্ত্রীর পরিহিত পোশাক ও মহারাষ্ট্রীয় পাগড়ি লাইভ ভিডিও এবং ভাইরাল ভিডিও উভয়ই এক। নীচে নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া স্ক্রিনশট এবং ভাইরাল ভিডিওয় নরেন্দ্র মোদীর পোশাকের স্ক্রিনশটের তুলনা দেখা যাবে।


    ইউটিউব ভিডিওতে ৫০ মিনিট থেকে নরেন্দ্র মোদী সংরক্ষণ এবং মুসলমান ধর্মাবলম্বীদের অন্যান্য অনগ্রসর শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা নিয়ে কংগ্রেস রাজনৈতিক দলকে আক্রমণ করেন। মোদী বলেন যতদিন তিনি বেঁচে আছেন তিনি ধর্মকে কেন্দ্র করে সংরক্ষণ হতে দেবেন না এবং যারা এই কাজ করতে চাইবে তাদেরকে এই দেশ রাজনীতি থেকে সরিয়ে দেবে।

    এরপরই, ৫৪:১৪ মিনিট থেকে ৫৪:৪৩ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীকে ভাইরাল ভিডিওর উক্তিটি করতে শোনা যায়।

    ভিডিওটি দেখুন এখানে।

    আরও পড়ুন -বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের মৃতদেহ দাবি করে ছড়াল অসম্পর্কিত ছবি

    Tags

    Fact CheckFake NewsPuneNadiaElections 2024Narendra Modi
    Read Full Article
    Claim :   ভিডিওতে নরেন্দ্র মোদীর নদিয়ার কল্যাণীর জনসভায় বেশিরভাগ আসন খালি দেখা যাচ্ছে
    Claimed By :  Facebook Users
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!