'মোদী, মোদী' স্লোগানে বিরক্ত রাহুল গান্ধী? ভাইরাল ভিডিও সম্পাদিত
বুম দেখে গান্ধীর জনসভার আসল ভিডিওতে শোনা যায় 'গো ব্যাক মিডিয়া' স্লোগান। সম্পাদনা করে জোড়া হয় 'মোদী, মোদী' স্লোগানটি।
সম্প্রতি কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) জনসভার এক ভিডিও শেয়ার করে নেটিজেনদের অনেকে দাবি করেন গান্ধীর বক্তব্য রাখার সময় দর্শকাসন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সমর্থনে ওঠে 'মোদী, মোদী' স্লোগান।
বুম দেখে আসল ভিডিওতে 'মোদী, মোদী' স্লোগানের পরিবর্তে 'গো ব্যাক মিডিয়া' স্লোগান শুনতে পাওয়া যায়। আমরা লক্ষ্য করি সংবাদমাধ্যমের প্রতি রাহুল গান্ধীর সমালোচনার অংশকে ডিজিটাল উপায়ে সম্পাদনা করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। ২০ মে পঞ্চম দফায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয় রায়বরেলীতে। এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রে শাসক দল বিজেপির প্রধান বিরোধীপক্ষ ‘ইন্ডিয়া’ জোট। ৪ জুন নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।
১৭ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে এক জনসভার মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী হিন্দিতে বলেন, "কৃষকদের জন্য ...", তারপর দর্শকদের দিকে ইঙ্গিত করে বলেন, "এই...এই দেখুন"। এরপরই ওই ভিডিওতে 'মোদী, মোদী' স্লোগান শোনা যায় ও বিজেপির প্রতীক হাতে কিছু মানুষকেও লক্ষ্য করা যায়। অতঃপর গান্ধী বলেন, "তাই, আমাদের কিছু যায় আসেনা, মোদীর যত ছবি দেখানোর দেখান"।
ভাইরাল এই ভিডিও পোস্ট করে একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "রাহুল গান্ধীর সভাতে মোদি মোদি...আবকি বার ৪০০ পার।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
একই ক্যাপশনসহ একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি শেয়ার করা হয়।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভিডিওটির সত্যতা যাচাই করতে ভাইরাল ভিডিওর এক কিফ্রেমকে রিভার্স সার্চ করে ১৪ মে ২০২৪ তারিখে করা সংবাদসংস্থা এএনআইয়ের একটি এক্স পোস্ট খুঁজে পায় যেখানে রাহুল গান্ধীকে ঝাঁসিতে ভাষণ দিতে দেখা যায়। ওই পোস্টে আমরা লক্ষ্য করি কংগ্রেস নেতার বক্তৃতার মঞ্চ এবং প্রেক্ষাপটের দৃশ্য ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যাচ্ছে।
এএনআইয়ের পোস্টের সূত্র ধরে আমরা রাহুল গান্ধীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৪ মে ২০২৪ তারিখে হওয়া কংগ্রেসের ঝাঁসির জনসভার সরাসরি সম্প্রচার দেখি।
৪৭:২২ মিনিট অংশে গান্ধী তার বক্তৃতায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করার প্রসঙ্গে সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, "মিডিয়া কর্মীরা, আদানি ও মোদীর মিডিয়ার লোকেরা যত ইচ্ছে লিখুন, আমাদের কোনও যায় আসে না। আর তার ঠিক পরে.... কৃষকদের জন্য.... এটা" বলে তিনি থেমে যান। এরপর ওই লাইভ সম্প্রচারে দর্শকাসনের দিকে ক্যামেরা গেলে সেখান থেকে 'গো ব্যাক মিডিয়া' স্লোগান শুনতে পাওয়া যায়।
জনসভায় ওঠা সেই 'গো ব্যাক মিডিয়া' স্লোগানের প্রত্যুত্তরে গান্ধী বলেন, "এই দেশের সব গরিব লোক জানে যে এই মিডিয়া হিন্দুস্তানের নয়, এরা আদানির, এরা আম্বানির। এরা কৃষকের নয়, শ্রমিকের নয়, দুর্বলের নয়, এরা আরবপতিদের। তাই, আমাদের কিছু যায় আসেনা, মোদীর যত ছবি দেখানোর দেখান, আমাদের যা করার আমরা তা করব।"
অতএব, রাহুল গান্ধীর বক্তব্যের সেই সরাসরি সম্প্রচার দেখলে নিশ্চিত হওয়া যায় 'মোদী, মোদী' স্লোগানে বিরক্ত হয়ে নয় বরং ওই জনসভায় ওঠা 'গো ব্যাক মিডিয়া' স্লোগানের প্রত্যুত্তরে কংগ্রেস নেতাকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে 'মোদীর যত ছবি দেখানোর দেখান' মন্তব্য করতে শোনা যায়।