কংগ্রেসের ভোট প্রচারে শাহরুখ নয়, ভাইরাল ভিডিওয় ডুপ্লিকেট ইব্রাহিম কাদরি
বুম দেখে ভাইরাল ভিডিওটিতে কংগ্রেসের হয়ে মহারাষ্ট্রে আসলে ভোট প্রচার করছেন শাহরুখ খানের মতো দেখতে ইব্রাহিম কাদরি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে বলিউড তারকা শাহরুখ খানের (Shahrukh Khan) মতো দেখতে একজনকে মহারাষ্ট্রের (Maharashtra) শোলাপুরে কংগ্রেসের (Congress) হয়ে ভোট প্রচার করতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যে কংগ্রেসের হয়ে শাহরুখ খান ভোট প্রচার করছেন।
বুম যাচাই করে দেখে ভিডিওটিতে আসলে শাহরুখ খান নয়, বরং তার মতো দেখতে সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত ইব্রাহিম কাদরি।
৩০ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে শাহরুখ খানের মতো দেখতে এক ব্যক্তিকে মহারাষ্ট্রের শোলাপুরে একটি লরি করে কংগ্রেসের সমর্থনে ভোট প্রচার করতে দেখা যায়। ভিডিওটির আবহসংগীতে বিভিন্ন হিন্দি গান যেমন 'বাদশা ও বাদশা' বা 'কই না কই চাহিয়ে' দিয়ে শেয়ার করা হয়েছে।
এই ভিডিওটি শেয়ার করে ফেসবুকে একজন ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "মহারাষ্ট্রে কংগ্রেসের প্রচারে শাহরুখ খান।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
আরও একজন ব্যবহারকারী এই একই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "কংগ্রেসের ওপরে আস্থা শাহরুখ খানের। কংগ্রেসের হয়ে ভোটের প্রচারে শাহ রুখ খান।"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম লক্ষ্য করে ভাইরাল ভিডিওটির উপরে ডানদিকে আনন্দবাজার অনলাইনের লোগো দেখা যাচ্ছে। এই সূত্র ধরে আমরা কিওয়ার্ড সার্চ করে আনন্দবাজার পত্রিকার ইউটিউব চ্যানেলে ১৯ এপ্রিল ২০২৪ তারিখে পোস্ট করা ভাইরাল ভিডিওর একটি দীর্ঘতর সংস্করণ পাই।
৩৮ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "কংগ্রেসের প্রচারে 'নকল' শাহরুখ। " ভিডিওটির আবহসংগীতে 'বাদশা ও বাদশা' গানটিও শোনা যায়। ভিডিওটিতে আমরা শোলাপুর, মহারাষ্ট্র লেখা দেখতে পাই।
ভিডিওটি দেখুন এখানে।
এরপর, আমরা কিওয়ার্ড সার্চ করে সংবাদ প্রতিদিনের ১৯ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাই। ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি ভাইরাল ভিডিওর ব্যক্তি ইব্রাহিম কাদরি, শাহরুখ খান নয়। শোলাপুরের কংগ্রেস প্রার্থী প্রণীতি শিন্ডে ইব্রাহিমকে নিয়ে ভোটপ্রচারে বেরিয়েছিলেন। প্রতিবেদনটি দেখুন এখানে।
১৯ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত টাইমস নাও-এর একটি প্রতিবেদন থেকে জানা যায় শোলাপুরে কংগ্রেসের হয়ে ইব্রাহিম কাদরি প্রচার করতে এলে তার শাহরুখ খানের সাথে দেখার মিলের জন্য জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
আমরা ইব্রাহিম কাদরির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তার শোলাপুরে কংগ্রেসের হয়ে ভোটপ্রচারের কিছু দৃশ্যের ২২ এপ্রিল ২০২৪ তারিখে পোস্ট করা একটি রিল দেখতে পাই।
পোস্টটি দেখুন এখানে।
ইব্রাহিম কাদরি গুজরাটের জুনাগড়ের লোক। তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের মতো দেখতে হওয়ার জন্য ভাইরাল হন। এর আগে ২০১৭ সাল অবধি তিনি দেওয়াল এবং হোর্ডিং রং করতেন।