তেলেঙ্গানায় তোলা হুমকি ভিডিও ছড়াল রাজস্থানের করৌলির ঘটনা বলে
বুম যাচাই করে দেখে ভিডিওটি তেলেঙ্গানার নিজামাবাদে তোলা। বুম হোটেল মালিকের সঙ্গে কথা বলেছে, যেটির সামনে ভিডিওটি তোলা হয়।
তেলেঙ্গানার নিজামাবাদে (Nizamabad) তোলা, পুরনো এক সেল্ফি ভিডিওতে এক ব্যক্তিকে প্রচ্ছন্ন সাম্প্রদায়িক (Communal Threat) হুমকি দিতে শোনা যাচ্ছে। সেটি এখন সোশাল মিডিয়ায় এই বলে ভাইরাল হয়েছে যে, সেটি রাজস্থানের (Rajasthan) করৌলিতে (Karauli) তোলা। সেখানে সম্প্রতি সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটে।
২১ সেকেন্ডের ভিডিওটিতে, মাথায় লাল ডোরাকাটা স্কার্ফ লাগানো এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। তাঁর পাশ দিয়ে যেতে থাকা চারটি পুলিশের গাড়ি তিনি এক এক করে গুনতে থাকেন। আর বলতে থাকেন, "...এই গাড়িটি দেখুন, এবার একটি দ্বিতীয় গাড়ি...একটি তৃতীয় গাড়ি, এবার চতুর্থ গাড়িটি দেখুন... ঠিক আছে? এটা আমাদের এলাকা থেকে... স্টার হোটেলের সামনে...আমরা যদি কিছু করি, এই লোকগুলি হই চই জুড়ে দেয়... তোমাদের জন্য এই টুকু ভয়ই যথেষ্ট...বুঝেছ? মনে হয় বুঝেছ।"
অভিযোগ, রাজস্থানের করৌলিতে, একটি মুসলমান অধ্যুষিত এলাকায় কিছু হিন্দু সংগঠন পদযাত্রা বার করলে, তার ওপর পাথর ছোড়া হয়। ফলে, সাম্প্রদায়িক সংঘর্ষ বাধে। ৬ এপ্রিল, ২০২২-এ, ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হিন্দু নব বর্ষের প্রথম দিন বা 'নব সমবৎসর' উপলক্ষে হিন্দু সংগঠনের সদস্যরা একটি পদযাত্রার আয়োজন করেন।
এই পরিপ্রেক্ষিতেই ভিডিও সেল্ফিটি ভাইরাল হয়েছে।
ভিডিওটির সঙ্গে দেওয়া হিন্দি ক্যাপশনে বলা হয়েছে, "ভিডিওটিতে করৌলির 'জিহাদিদূত'র মুখ দেখানো হয়েছে। অপরাধ করার পর সে প্রকাশ্যে হুমকি দিচ্ছ।"
(হিন্দিতে লেখা আসল ক্যাপশন: वीडियो में चेहरा दिख रहा है,#करोली का जिहादीदूत का जो जुर्म करने के बाद खुलेआम धमकी भी दे रहा है।)
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
টুইটটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: উপনির্বাচনের প্রাক্কালে বাবুল সুপ্রিয়ের বিজেপি পর্বের পুরনো ভিডিও ছড়াল
তথ্য যাচাই
বুম দেখে, ভিডিওটি তেলেঙ্গানার নিজামাবাদে তোলা হয়। রাজস্থানের করৌলিতে নয়, যেমনটি দাবি করা হয়েছে। আমরা আরও লক্ষ করি যে, ভিডিওটি পুরনো। সেটি ১ মে, ২০২০ একটি ফেসবুক পোস্টে আপলোড করা হয়।
তাছাড়া, ৬ এপ্রিল, ২০২২ রাজস্থান পুলিশের একটি টুইট আমাদের নজরে আসে। তাতে বলা হয়, ভিডিওটি নিজামাবাদে তোলা। এবং তেলেঙ্গানা পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
ভিডিওটিতে লোকটিকে বলতে শোনা যায় যে, তিনি স্টার হোটেলের সামনে ভিডিওটি রেকর্ড করছেন। তাছাড়া, তিনি তাঁর ফোনটি ঘুরিয়ে হোটেলটির নামের সাইনবোর্ডটিও দেখান।
সেই সূত্র ধরে আমরা গুগলে কি-ওয়ার্ড সার্চ করি। তার ফলে, জাস্ট ডায়াল ওয়েবসাইটে, সামনের দিক থেকে তোলা একটি হোটেলের একই রকম ছবি দেখতে পাই।
ভিডিওটির ফ্রেম ও ছবিটি নীচে তুলনা করা হয়েছে।
হোটেলটির অবস্থান তেলেঙ্গানার নিজামাবাদের বোধন রোডে। জাস্ট ডায়াল ওয়েবসাইটে তেমনটাই বলা হয়েছে।
এর পর আমরা হোটেলটির মালিক সোহেল-এর সঙ্গে যোগাযোগ করি। তিনি নিশ্চিত করেন যে, ছবিটি তেলেঙ্গানায়, তাঁর হোটেলের সামনে তোলা।
সোহেল বুমকে বলেন, "এটি একটি পুরনো ভিডিও। আমার হোটেলটির আর কোনও অস্তিত্ব নেই। আমি সেটি ২০১৮ সালে খুলে ছিলাম। এবং ২০১৯ সালে বন্ধ করে দিই।"
ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, স্বাধীনভাবে আমরা তাঁর পরিচয় ও ভিডিওটি কবে তোলা হয়, তা জানতে পারিনি। তবে আমাদের তথ্য যাচাই থেকে নিশ্চিত হওয়া গেছে যে, রাজস্থানের করৌলিতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের সঙ্গে ভিডিওটির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মির্জাপুরের দুই মুসলিম পরিবারের বচসার ভিডিও