BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ঋষি সুনকের ব্রিটেনের ইসকন মন্দির...
ফ্যাক্ট চেক

ঋষি সুনকের ব্রিটেনের ইসকন মন্দির সফরের ভিডিওটি সাম্প্রতিক নয়

বুম দেখে ভিডিওটি অগস্ট মাসে ঋষি কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্বাচিত হওয়ার পরে ইসকন মন্দির দর্শন করার।

By - Anmol Alphonso |
Published -  28 Oct 2022 6:05 PM IST
  • ঋষি সুনকের ব্রিটেনের ইসকন মন্দির সফরের ভিডিওটি সাম্প্রতিক নয়

    এবছরের অগস্ট মাসে ব্রিটিশ (British) প্রধানমন্ত্রী (Prime Minister) ঋষি সুনকের (Rishi Sunak) ব্রিটেনের ইসকন সদর দফতর ভক্তিবেদান্ত ম্যানরে (Bhaktivedanta Manor) সফর করার ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে যে এটি তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পরের দৃশ্য।

    ভিডিওটিতে মন্দিরের সভানেত্রী বিশাখা দাসী সহ অন্যান্য সাধুদের সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে স্বাগত জানাতে দেখা যাচ্ছে। সত্তরের দশকে এই ম্যানরেই ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ বসবাস করতেন।

    প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী, ৪২ বছরের ঋষি সুনক গত ২৫ অক্টোবর রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার পর এই পদে আনুষ্ঠানিকভাবে নিয়ুক্ত হন।

    ভাইরাল হওয়া ভিডিওটিতে ক্যাপশন দেওয়া হয়েছে, " নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ইসকনের ভক্তিবেদান্ত ম্যানর সফরে গেছেন।

    পোস্টটি দেখুন এখানে।

    এই একই ভিডিও হোয়াটসঅ্যাপ শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়েছে, "১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ভাগবদ্গীতার প্রভুপাদ প্রবেশ করলেন। জয় শ্রী কৃষ্ণ!"

    বুমের হোয়াটস্যাপ হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) ভিডিওটি পাঠিয়ে তার সত্যতা যাচাই করার অনুরোধ এসেছে।

    আরও পড়ুন: দীপাবলির রাতে মহাকাশ থেকে তোলা ভারতের ছবি ? ভুয়ো দাবিতে ছড়াল অলঙ্করণ

    তথ্য যাচাই

    বুম দেখে ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির ইসকন মন্দির সফরের ভাইরাল ভিডিওটি জন্মাষ্টমীর পরবের প্রাক্কালে ১৮ অগস্ট ২০২২-এর। সুনক তখন দলের নেতা হওয়ার জন্য প্রচার করছিলেন।

    আমরা কিওয়ার্ড সার্চ করে লন্ডনের কাছে হার্টফোর্ডশায়ারে ইস্কন মন্দিরে সুনকের সপরিবার সফর নিয়ে বেশ কিছু প্রতিবেদন এবং সুনক ও ইসকন করা পোস্ট দেখতে পাই।

    ১৮ অগস্ট ২০২২-এ সুনক টুইট করেন, "আজ, আমি আমার স্ত্রী অক্ষতাকে নিয়ে জন্মাষ্টমী পালন করতে, হিন্দুদের দ্বারা পালিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মোতসবের প্রাক্কালে, ভক্তিবেদান্ত ম্যানরে ইসকনে মন্দির সফরে যাই।"

    ভাইরাল ভিডিওটিতে যে পোশাক তাঁদের দেখা গিয়েছিল, সুনক ও তাঁর স্ত্রীকে এই ভিডিওতে একই পোশাকে দেখা যাচ্ছে।

    Today I visited the Bhaktivedanta Manor temple with my wife Akshata to celebrate Janmashtami, in advance of the popular Hindu festival celebrating Lord Krishna's birthday. pic.twitter.com/WL3FQVk0oU

    — Rishi Sunak (@RishiSunak) August 18, 2022

    ১৮ অগস্ট ২০২২ ভক্তিবেদান্ত ম্যানরের তরফে থেকেও সুনকের সফরের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয় যেখানে ভাইরাল পোস্টটির অনুরূপ পটভূমিতে একই লোকজন দেখা যাচ্ছে।

    ইসকন ব্রিটেনের সদর দফতর ভক্তিবেদান্ত ম্যানরের আবাসিক সাধু এস বি কেশব স্বামী, যাঁকে সুনকের সঙ্গে দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে, তিনিও একই ভিডিও পোস্ট করেছেন সেপ্টেম্বর মাসে।

    সেপ্টেম্বর মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে স্বামী লেখেন, "কয়েক সপ্তাহ আগে ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছিল। ঋষি শব্দের অর্থ 'সাধু', মহান চিন্তক, যা 'দৃশ্য' বা 'আধ্যাত্মিক দৃষ্টি' থেকে নিষ্পন্ন হয়েছে। আমরা এই ভোগবাদে শ্বাসরুদ্ধ এই জগতে জ্ঞানের আবশ্যকতা নিয়ে আলোচনা করি।"

    View this post on Instagram

    A post shared by S.B. Keshava Swami (@keshavaswami)

    ভক্তিবেদান্ত ম্যানরের এক মুখপাত্র ইমেল মারফত বুম-কে জানিয়েছেন, "ঋষি সুনকের রক্ষণশীল দলের শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর তাঁর ভক্তিবেদান্ত ম্যানরে সফর করা বিষয়ে কোনও ভুল তথ্য সরবরাহে আমাদের কোনও ভূমিকা নেই। আমরা অগস্ট মাসে জন্মাষ্টমী উপলক্ষে মি: সুনক ও তাঁর স্ত্রীকে আমাদের সাথে উৎসব পালনে স্বাগত জানাতে পেরে গর্বিত বোধ করেছিলাম এবং তাঁর নতুন পদমর্যাদায় নিযুক্ত হওয়ার পর তাঁকে লিখিত অভিনন্দনও জানিয়েছি।"

    আরও পড়ুন: "বালোঁ দর" জয়ী একমাত্র মুসলিম ফুটবল খেলোয়াড় করিম বেনজেমা? ছড়াল বিভ্রান্তি

    Tags

    Fact CheckFakeRishi SunakISCKONUnited Kingdom10 Downing Street
    Read Full Article
    Claim :   ভিডিওতে দাবি করা হচ্ছে যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঋষি সুনক ভক্তিবেদান্ত ম্যানরে ইসকনের মন্দিরে যান
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!