ভারতীয় মুসলমানদের জন্য পাক প্রধানমন্ত্রীর সিএএ দাবির স্ক্রিনশটটি ভুয়ো
বুম যাচাই করে দেখে স্ক্রিনশটটি ভুয়ো এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ সিএএ নিয়ে এখনও কোনও পোস্ট করেননি।
সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের (Shehbaz Sharif) অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে করা পোস্ট দাবি করে এক স্ক্রিনশট শেয়ার করে বলা হয় শরিফ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ (CAA)- এর সমালোচনা করছেন এবং পাকিস্তানে ভারতীয় মুসলমানদের (Indian Muslims) জন্য অনুরূপ আইনের প্রস্তাব দিয়েছেন।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই স্ক্রিনশট ভুয়ো। শরিফ তার এক্স অ্যাকাউন্টে সিএএ নিয়ে কোনও পোস্ট করেননি।
১১ মার্চ ২০২৪ তারিখে ভারতের কেন্দ্রীয় সরকার সিএএ বাস্তবায়নের জন্য নিয়মগুলির বিজ্ঞপ্তি প্রকাশ করে। সিএএ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে দ্রুত গতিতে সম্পন্ন করবে। সিএএ পাশ হয়েছিল ২০১৯ সালে কিন্তু এটিকে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক বলে সমালোচিত হওয়ার কারণে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছিল।
শরিফের অফিসিয়াল এক্স হ্যান্ডলের ১১ মার্চ ২০২৪ তারিখের পোস্ট হিসেবে দাবি করা ভাইরাল স্ক্রিনশটটিতে লেখা হয়েছে, "ভারত সরকারের অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক সিএএ-কে মোকাবিলা করার জন্য, পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান তার নিজস্ব সিএএ ঘোষণা করবে, যার ফলে ভারতে নিপীড়িত ভারতীয় মুসলমানদের পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হবে।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
এই একই স্ক্রিনশট ফেসবুকেও ভুয়ো দাবি এবং ক্যাপশন সহ রানা আইয়ুব, মোহাম্মদ জুবের এবং আরফা শেরওয়ানি সহ ভারতীয় মুসলিম সাংবাদিকদের ব্যঙ্গ করতে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল এই স্ক্রিনশটটি ভুয়ো এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সিএএ সম্পর্কিত এমন কোনও পোস্ট করেননি।
আমরা শরিফের অফিসিয়াল হ্যান্ডেলে ১০ মার্চ, ২০২৪ তারিখের পরে কোনও পোস্ট পাইনি যেমনটা ভাইরাল স্ক্রিনশটে দাবি করা হয়েছে।
শরিফের এক্স অ্যাকাউন্ট দেখুন এখানে।
এছাড়াও, আমরা ওয়েব্যাক মেশিন ও আর্কাইভ.ইস এর মতো আর্কাইভ ওয়েবসাইটে শরিফের করা সম্প্রতি কোনো সিএএ বিরোধী পোস্ট খুঁজে পাইনি। আমরা এক্স-এ একটি কীওয়ার্ড সার্চ করে শরিফের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে মুছে ফেলা কোনও পোস্টের উত্তর খুঁজে পাইনি।
ভাইরাল স্ক্রিনশটটি অনুযায়ী শরিফের এই পোস্ট প্রায় ৪৫ হাজার ভিউ ও ১২৫৩-টি রিপোস্ট পেয়েছে, অথচ এই পোস্টের অন্য কোনও স্ক্রিনশট নেই বা কোনও সংবাদ প্রতিবেদনে তার উল্লেখ আমরা খুঁজে পাইনি যা পাকিস্তানের প্রধানমন্ত্রী সত্যিই এই পোস্ট করলে স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল।