মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুধর্ম নিয়ে সম্পাদিত উক্তি ফের ভাইরাল
বুম দেখে ভাইরাল পোস্টটি ২০১৭ সালের দৈনিক যুগশঙ্খ-এর একটি প্রতিবেদনের মূল শিরোনামকে সম্পাদনা করে তৈরী করা হয়েছে।
Claim
একটি বাংলা সংবাদপত্রের সম্পাদিত শিরোনাম-যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "হিন্দুধর্ম মানি না" ফের ভাইরাল হয়েছে ফেসবুকে।ছবিটি ছড়াচ্ছে সাম্প্রদায়িক দাবি সহ। পোস্টটিতে অনেকে কমেন্টও করেছেন, একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন "বাংলার জনগণ বুঝুক। কোনো সংখ্যালঘু মানুষ বলবে না যে আমি ইসলাম ধর্ম মানিনা। আমাদের ভাগ্য খারাপ তাই এইরকম মুখ্যমন্ত্রী পেয়েছি।"
Fact
বুম যাচাই করে দেখে "দৈনিক যুগশঙ্খ"-এর ২০১৭ সালের ৭ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনের মূল শিরোনামকে সম্পাদনা করে ছবিটি বিভ্রান্তিকরভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। প্রতিবেদনটির মূল শিরোনাম ছিল, "বিজেপির হিন্দুধর্ম মানি না: মমতা"। এই একই ছবি ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে ভাইরাল হলে, বুম দৈনিক যুগশঙ্খ-র তৎকালীন নির্বাহী সম্পাদক পল্লব বসুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, "মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে 'বিজেপি' কথাটা সরিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এইটি সম্পূর্ণরূপে ভুয়ো খবর।" ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের আয়োজিত সংহতি দিবসের অনুষ্ঠানে উক্তিটি করেন।