ভুয়ো গ্রাফিক: ইদ উল-ফিতরের আমন্ত্রণে এসে সেমাই নিয়ে পালাল তৃণমূল নেতা
বুম যাচাই করে দেখে বাংলা সংবাদমাধ্যম এবিপি আনন্দের গ্রাফিকটি ভুয়ো ফোটোশপে তৈরি করা।
ইদ উল-ফিতরের (Eid) আমন্ত্রণে এসে সেমাইয়ের (Semai) পাত্র নিয়ে চম্পট পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারের তৃণমূল কংগ্রেস (TMC) নেতা দাবিতে ছড়াল ভুয়ো এবিপি আনন্দের (ABP Ananda) গ্রাফিক। ওই গ্রাফিকে দাবি করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা ভোদা চন্দ্র নাথ নিমন্ত্রণকারীর বাড়িতে রাখা সেমাই নিয়ে পালিয়েছেন।
বুম দেখে এবিপি আনন্দের ভাইরাল গ্রাফিকটি ভুয়ো। তৃণমূল নেতা ভোদা চন্দ্র নাথের এই কাণ্ড করেছেন এব্যাপারে কোনও সংবাদ প্রকাশিত হয়নি।
মঙ্গলবার রাজ্যে পালিত হয় মুসলিমদের ধর্মীয় উৎসব ইদ উল-ফিতর। সম্প্রীতির আবহে উৎসবে সামিল হন অ-মুসলীমরাও। গ্রাফিকটি এই প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে।
আরও পড়ুন: নবী মহম্মদের জোব্বা দাবিতে ভাইরাল ইতালির মিশরীয় মিউজিয়ামে রাখা পোশাক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি যেন বাংলা গণমাধ্যম এবিপি আনন্দর উইন্ডো গ্রাফিক। তাতে লেখা, "দাওয়াত খেতে গিয়ে সিমাইয়ের গামলা নিয়ে পালাল তৃণমূল নেতা। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে। অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা ভোদা চন্দ্র নাথ।"
ফেসবুকে গ্রাফিকটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "সিমাইয়ের গামলা চোর তৃণমূল" এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
বুম দেখে ফেসবুক ব্যবহারকারীরা একই দাবি সহ গ্রাফিকটি শেয়ার করেছেন এবং অনেকেই সত্যি ঘটনা ভেবে ভুল করছেন।
আরও পড়ুন: নবী মহম্মদের জোব্বা দাবিতে ভাইরাল ইতালির মিশরীয় মিউজিয়ামে রাখা পোশাক
তথ্য যাচাই
বুম কিওয়ার্ড সার্চ করে দেখে ভাইরাল গ্রাফিকটি ভুয়ো। বুম এবিপি আনন্দের ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনও খবর খুঁজে পায়নি।
'ভাতারে সিমাইয়ের গামলা নিয়ে পালাল তৃণমূল নেতা' গুগলে কিওয়ার্ড সার্চ করেও কোনও প্রতিবদন চোখে পড়েনি আমাদের।
পাশাপাশি বুম ভোদা চন্দ্র নাথ নামে পূর্ব বর্ধমানের ভাতারে কোনও তৃণমূল নেতা আছে কি এব্যাপারেও গুগল সার্চ করে কিন্তু এই নামে কোনও তৃণমূল দলের নেতার-কর্মীর সন্ধান পায়নি।
নিচে ভাইরাল হওয়া গ্রাফিকটির অসঙ্গতি তুলে ধরা হল। সংবাদমাধ্যমের গ্রাফিক উইন্ডোর ফন্টের আকার ও মাপ নির্দিষ্ট থাকে। তুলনা থেকেই স্পষ্ট বোঝা যায় এবিপি আনন্দের আসল গ্রাফিক উইন্ডোর সঙ্গে ভাইরাল হওয়া গ্রাফিকের ছবির কোনও মিল নেই।