BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • গ্রাফিকের ভুয়ো দাবি বেকারত্বের হারে...
ফ্যাক্ট চেক

গ্রাফিকের ভুয়ো দাবি বেকারত্বের হারে দেশে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ

বুম যাচাই করে দেখে সিএমআইই তথ্য অনুযায়ী হরিয়ানা রাজ্য বেকারত্বের হারে প্রথম স্থানে রয়েছে। তার পরেই রয়েছে রাজস্থান।

By - Sk Badiruddin |
Published -  8 May 2023 7:26 PM IST
  • গ্রাফিকের ভুয়ো দাবি বেকারত্বের হারে দেশে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ

    সোশাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের (Mamata Banerjee) ছবি সহ গ্রাফিক (viral graphic) ছড়িয়ে ভুয়ো দাবি করা হচ্ছে বেকারত্বের (unemployment rate) দিক থেকে ভারতে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ (West Bengal)।

    বুম যাচাই করে দেখে (CMIE) সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) তথ্য অনুযায়ী মার্চ মাসে বেকারত্বের হারে হরিয়ানা রাজ্য রয়েছে প্রথম স্থানে। সেখানে বেকারত্বের হার ২৬.৮ শতাংশ। পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৪.৮ শতাংশ।

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফেসবুকে ভাইরাল হওয়া গ্রাফিকটিতে লেখা হয়েছে, “বেকার কে কাঁদিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি পারবে না। বেকারত্বের দিক থেকে দেশে প্রথম স্থান দখল করলো পশ্চিমবঙ্গ।”

    ফেসবুক পোস্টটি দেখুন এখানে।



    আরও পড়ুন: না, সিএএ-বিরোধী প্রতিবাদের সমালোচনাকারী ববিতা ফোগাট কুস্তিগিরদের প্রতিবাদে শামিল হননি


    তথ্য যাচাই

    বুম গুগলে ‘ভারতে বেকারত্বের হার’ লিখে কিওয়ার্ড সার্চ করে এই ব্যাপারে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন খুঁজে পায়।

    ১ এপ্রিল ২০২৩ সংবাদসংস্থা পিটিআই প্রকাশিত হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) তথ্য অনুযায়ী মার্চ মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে হেয়েছে ৭.৮ শতাংশ যা গত তিন মাসের মধ্যে সর্বাধিক।

    ওই প্রতিবেদনে রাজ্যওয়াড়ি বেকারত্বের তথ্য হিসাবে বলা হয়েছে হরিয়ানা রাজ্য রয়েছে প্রথম স্থানে। সেখানে বেকারত্বের হার ২৬.৮ শতাংশ। তার পরে রয়েছে রাজস্থান, জম্মু ও কাশ্মীর, সিকিম, বিহার এবং ঝাড়খণ্ড। এই রাজ্যগুলিতে বেকারত্বের হার যথাক্রমে ২৬.৪, ২৩.১, ২০.৭, ১৭.৬ ও ১৭.৫ শতাংশ।

    বেকারত্বের হার সবচেয়ে কম উত্তরাখণ্ডে। তারপর রয়েছে ছত্তিশগড়, পুডুচেরি, গুজরাত , কর্নাটক, মেঘালয় ও ওড়িশা। হরিয়ানা রাজ্যে বেকারত্বের হার সর্বোচ্চ একই তথ্য রেয়েছে মিন্ট প্রকাশিত ১ এপিলের প্রতিবেদনেও।

    সিএমআইই প্রদত্ত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৪.৮ শতাংশ।

    ইন্ডিয়ান এক্সপ্রেস গণমাধ্যমের ৯ এপ্রিল-এর টুইটে দেখা যাবে সিএমআইই তথ্যকে ভিত্তি করে এই রাজ্যওয়াড়ি বেকারত্ব হারের গ্রাফিক।

    #India's unemployment rose to a 3-month high in March to 7.8% as the country's labour markets deteriorated, according to data from the Centre for Monitoring Indian Indian Economy (#CMIE).

    During March, the #unemployment rate in urban areas was at 8.4% while in the rural areas it… pic.twitter.com/NJGnscrMVy

    — The Indian Express (@IndianExpress) April 9, 2023


    সিএমআইই ওয়েবাসাইটে ১ মে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল মাসে সারা দেশে বেকারত্বের হারের সূচক বৃদ্ধি পেয়ে হয়েছে 8.১১ শতাংশ। এব্যপারে মিন্টে প্রকাশিত ২ মে-এর প্রতিবেদন পড়ুন এখানে।

    টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে সিএমআইই জানিয়েছিল অতিমারির সময় পেরিয়ে পশ্চিমবঙ্গের বেকারত্ব হার কমে দাঁড়ায় ৫.২ শতাংশ। ২০২১ সালের জুন মাসে ওই বেকারত্বের হান রাজ্যের ক্ষেত্রে বেড়ে দাঁড়িয়েছিল সর্বাধিক ২২.১ শতাংশ।


    আরও পড়ুন: ৩২ হাজার মহিলা নিখোঁজ দাবি ‘দ্য কেরালা স্টোরি’র কিন্তু গড়মিল অঙ্কে


    Tags

    West BengalMamata BanerjeeUnemploymentPanchayat Election 2023Panchayat Election 2023Panchayat Election 2023
    Read Full Article
    Claim :   গ্রাফিকের দাবি বেকারত্বের দিক থেকে দেশে প্রথম স্থান দখল করলো পশ্চিমবঙ্গ
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!