
বিজেপির 'আচ্ছে দিন' পোস্টারে এক ব্যক্তির 'মূত্র বিসর্জন'? ছবিটি ভুয়ো
বুম দেখে ভাইরাল ছবিটি ফোটোশপের কারচুপি, আসল পুরনো ছবিটিতে ওই ব্যক্তি ফাঁকা দেওয়ালে প্রস্রাব করছেন।

দেওয়ালে প্রস্রাব করা (Urinating) এক ব্যক্তির সম্পর্কহীন ছবি সোশাল মিডিয়ার ছড়িয়ে মিথ্যে দাবি করা হচ্ছে ওই ব্যক্তি দেওয়ালে সাঁটা ভারতীয় জনতা দলের (Bharatiya Janata Party) পোস্টারে ওই দুষ্কার্যটি করছেন।
বুম দেখে ভাইরাল ছবিটি ফোটোশপের কারচুপি, আসল ছবিটিতে ওই ব্যক্তি ফাঁকা দেওয়ালে প্রস্রাব করছেন।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় এক ব্যক্তি দেওয়ালে প্রসাব করছেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ বিজেপির হিন্দিতে "আচ্ছে দিন" লেখা পোস্টার রয়েছে। ছবিটি পোস্ট করে ব্যঙ্গাত্মক ঢঙে ক্যাপশন লেখা হয়েছে, "This is not fare! ভাইয়ো অর বেহনো হাম ইসকি কড়ি নিন্দা কারতে হে! আচ্ছে দিন আনেওয়ালে হে" যার অর্থ এটা অন্যায়, ভাই এবং বোনেরা আমরা এটার কড়া ভাষায় নিন্দা করছি, আগামীতে আসছে ভালো দিন।

ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: বাংলাদেশে পুজোয় হিংসা: না, ইনি ইসকন বাংলাদশের নিহত সন্ন্যাসী নন
তথ্য যাচাই
বুম ভাইরাল ছবিটির রিভার্স সার্চ করে ২০১৫ ও ২০১৬ সালে প্রকাশিত ইন্ডিয়া টাইমস ও দ্য টাইমস অফ ইন্ডিয়ার দুটি প্রতিবেদনে খুঁজে পায়। আইন লঙ্ঘন করা সংক্রান্ত প্রকাশিত দুটি প্রতিবেদনেই দেওয়ালে এক ব্যক্তির প্রস্রাব করার আসল ছবিটিকে খুঁজে পাওয়া যায়। মূল ছবিটিতে ওই ব্যক্তিকে ফাঁকা দেওয়ালেই প্রস্রাব করতে দেখা যায়।
সেই দেওয়ালে ভারতীয় জনতা পার্টির প্রচারের পোস্টার ছিল না।
নিচে ভাইরাল হওয়া ফোটোশপ ছবি ও আসল ছবিটির তুলনা করা হল।

আরও পড়ুন: জমি বিবাদ ঘিরে কুপিয়ে খুনের ভিডিও ছড়াল বাংলাদেশের হিংসা বলে
Updated On: 2021-10-22T14:10:40+05:30
Claim : ছবিতে ভারতীয় জনতা দলের দেওয়ালে সাঁটা পোস্টারে এক ব্যক্তি প্রস্রাব করছে
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story