আদিত্য ঠাকরে এইচআইভি পজিটিভ, টিভি৯ ভারতবর্ষের এই গ্রাফিকটি ভুয়ো
বুম যাচাই করে দেখে টিভি৯ ভারতবর্ষের আসল নিউজ গ্রাফিকে লেখা ছিল, আদিত্য ঠাকরে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
হিন্দি নিউজ চ্যানেল টিভি-নাইন ভারতবর্ষ-এর (TV9 Bharatvarsh) একটি ভুয়ো গ্রাফিকের স্ক্রিনশট ভাইরাল হল। তাতে মিথ্যে দাবি করা হয়েছে যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র ও রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরের (Uddhav Thackerey) রক্তপরীক্ষায় দেখা গিয়েছে, তিনি এইচআইভি/এইডস (HIV-AIDS) পজিটিভ।
বুম অনুসন্ধান করে দেখে, আসল নিউজ গ্রাফিকটিতে লেখা হয়েছিল যে আদিত্য ঠাকরে কোভিড-১৯ পজিটিভ (COVID-19)। তিনি নিজেই খবরটি টুইট করে জানানোর পর সংবাদটি প্রকাশিত হয়েছিল। ঠাকরে ২০ মার্চ ২০২১ টুইট করে জানান যে তিনি কোভিড-১৯ পজিটিভ।
ভাইরাল ছবিতে যা লেখা হয়েছে, তার অনুবাদ: "মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এইচআইভি পজিটিভ।"
(হিন্দিতে মূল লেখা: सीएम उद्धव के बेटे आदित्य ठाकरे HIV / AIDS पॉजिटिव)
ফেসবুকে ভাইরাল
কি-ওয়ার্ড সার্চ করে আমরা দেখতে পাই, এই ভুয়ো ছবিটি একই মিথ্যে দাবির সঙ্গে ফেসবুকেও ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে যে, এই ভাইরাল নিউজ গ্রাফিকটি এডিট করা হয়েছে, এবং আসল গ্রাফিকটিতে লেখা হয়েছিল যে উদ্ধব ঠাকরে কোভিড-১৯'এ আক্রান্ত হয়েছেন।
টিভি-নাইন ভারতবর্ষ-র ইউটিউব চ্যানেলে খোঁজ করে আমরা আসল ভিডিওটির সন্ধান পাই। সেটি ২০ মার্চ, ২০২১ তারিখে আপলোড করা হয়েছিল। ভাইরাল হওয়া স্ক্রিনশটে এই গ্রাফিকটিকেই সম্পদানা করে, সেখানে করোনা-র বদলে এইচআইভি/এইডস লিখে তা শেয়ার করে হয়েছে।
আসল ক্লিপটির সঙ্গে তুলনা করে আমরা দেখতে পাই যে এইচআইভি/এইডস কথাটি তাতে এডিট করে ঢোকানো হয়েছে।
তা ছাড়াও, এই ভাইরাল ছবিটিতে @OfficeOfSid নামে যে টুইটার হ্যান্ডলটির ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, এবং যে হ্যান্ডল থেকেই এই ভাইরাল ছবিটি প্রথম টুইট করা হয়েছিল, টুইটার সেটিকে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে, এবং জানিয়েছে যে, এই অ্যাকাউন্টটি টুইটারের মিডিয়া নীতি লঙ্ঘন করেছে।