আফগান মন্ত্রী ভারতীয় মুসলমানদের নিপীড়নকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেননি
আমির খান মুত্তাকির সাম্প্রতিক সাংবাদিক বৈঠকগুলি যাচাই করে বুম এমন কোনও মন্তব্য খুঁজে পায়নি, যেখানে তিনি ভারতীয় মুসলমানদের নিপীড়নকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক উদ্ধৃতিতে সম্প্রতি দাবি করা হয়, আফগানিস্তানের (Afghanistan) পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) তার সাম্প্রতিক সাংবাদিক বৈঠকগুলির একটিতে ভারতীয় মুসলমানদের উপর হওয়া নিপীড়নের অভিযোগকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো।
আফগান তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ১২ অক্টোবর আফগান দূতাবাসে দ্বিতীয় সাংবাদিক বৈঠক করেন, যা অনুষ্ঠিত হয় প্রথম সংবাদ সম্মেলনে ভারতীয় নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে বিতর্কের পর। মুত্তাকি ৯ অক্টোবর এক সপ্তাহের সফরে ভারতে আসেন, যেখানে তিনি ভারত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
বুম মুত্তাকির সাম্প্রতিক দুটি সাংবাদিক বৈঠক বিশ্লেষণ করে দেখে এমন কোনও মন্তব্য আফগান পররাষ্ট্রমন্ত্রী করেননি।
দাবি: আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, ভারতীয় মুসলমানদের নিপীড়ন ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’
এই উদ্ধৃতিটি এক্স হ্যান্ডেল @KreatelyMedia থেকে পোস্ট করা হয়, যেখানে লেখা রয়েছে, “আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন যে ভারতীয় মুসলমানদের নিপীড়নের অভিযোগ ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং আফগানিস্তানের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”
গ্রাফিকটির ক্যাপশন ছিল: “তালিবান ভারতের নারীবাদীদের এবং ইসলামবাদীদের উপর আঘাত করেছে।”
পোস্টটির আর্কাইভ দেখতে ক্লিক করুন এখানে।
ফেসবুকে গ্রাফিকটি পোস্ট করে এক ব্যবহারকারী লেখেন, "একে অপরের গন্ধ নাহি পাই আরএসএস তালিবান ভাই ভাই"।
বুম পূর্বেও এই হ্যান্ডেলের পোস্ট করা বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করেছে। একই উদ্ধৃতিটি আগেও পাকিস্তানপন্থী এক্স হ্যান্ডেল @SouthAsiaIndex থেকে পোস্ট করা হয়েছিল।
কী পেলাম আমার অনুসন্ধানে: ভাইরাল উদ্ধৃতিটি ভুয়ো
১. সাংবাদিক বৈঠকে এমন কোনও মন্তব্য পাওয়া যায়নি: বুম ১০ ও ১২ অক্টোবর দিল্লির আফগান দূতাবাসে অনুষ্ঠিত মুত্তাকির দুটি সাংবাদিক সম্মেলনের সরাসরি সম্প্রচার পর্যবেক্ষণ করে দেখে, তিনি কোথাও ভারতীয় মুসলমানদের নিপীড়ন বা এই বিষয়কে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে উল্লেখ করেননি।
২. উপস্থিত সাংবাদিকও নিশ্চিত করেন এমন কোনও বক্তব্য নেই: বুম পররাষ্ট্রবিষয়ক সাংবাদিক স্মিতা শর্মার সঙ্গে যোগাযোগ করে, যিনি দ্বিতীয় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এবং আফগান মেয়েদের ও নারীদের শিক্ষায় বাধা নিয়ে প্রশ্ন করেছিলেন। শর্মা নিশ্চিত করেন যে মুত্তাকি ভাইরাল গ্রাফিকে উল্লেখিত মন্তব্যটি করেননি।
এছাড়া, সাংবাদিক বৈঠকগুলি নিয়ে প্রকাশিত কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনেও মুত্তাকির এমন মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।