উত্তরপ্রদেশের ছবি দিল্লির জামে মসজিদের ভাঙা গম্বুজ বলে ছড়াল
বুম দেখে মসজিদের ভাঙা গম্বুজের ভাইরাল ছবিটি হল উত্তরপ্রদেশের বুলন্দশহরের জামে মসজিদের। ২০১৭ সালে ক্ষতিগ্রস্ত হয় সেটি।
২০১৭ সালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহর-এর একটি মসজিদের ক্ষতিগ্রস্ত গম্বুজের ছবি এই মিথ্যে দাবি সমেত শেয়ার করা হচ্ছে যে, সেটি দিল্লির জামে মসজিদের ছবি এবং সেটির গম্বুজ নাকি সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।
৩০ মে, ২০২২ সন্ধ্যায় প্রবল ঝড় হয় দিল্লিতে এবং তাতে অনেক গাছ পড়ে যায় ও ক্ষতি হয় জামে মসজিদের একটি অংশের।
ভাইরাল ছবিটির ক্যাপশনটিতে বলা হয়, "গতকাল, ঝড়ে জামে মসজিদের ৩০০ কেজি ওজনের গম্বুজটি পড়ে যাওয়া কোনও কাকতালীয় ঘটনা নয়। এটি 'স্পষ্টতই মহাদেবের সঙ্কেত'। ওদের ও আমাদের জন্য।"
(হিন্দিতে লেখা ক্যাপশন: कल आंधी में जामा मस्जिद का 300 किलो का गुम्बद व कलश गिरना कोई संयोग नहीं , " ये महादेव का स्पष्ट संकेत है " उनके लिए भी और हमारे लिए)
দেখার জন্য এখানে ক্লিক করুন।
ওই ছবিটি একই মিথ্যে ক্যাপশন সহ ফেসবুকেও শেয়ার করা হচ্ছে।
আরও পড়ুন: এক যুগলের বাচাটা নৃত্যের ভিডিও ভুয়ো দাবিতে রোবটের কেরামতি বলে ভাইরাল
তথ্য যাচাই
বুম দেখে, ভাইরাল ছবিটি দিল্লির জামে মসজিদের নয়। সেটি উত্তরপ্রদেশের বুলন্দশহরে ২০১৭ সালে তোলা একটি পুরনো ও সম্পর্কহীন ছবি। সেখানকার উপরকোট-এর জামে মসজিদের গম্বুজ ক্ষতিগ্রস্ত হলে সেটি তোলা হয়।
২১ অক্টোবর, ২০১৭ 'পত্রিকা'র প্রতিবেদনে বলা হয়, দুপুরের প্রার্থনার সময়, উত্তরপ্রদেশের বুলন্দশহরের উপরকোট-এর জামে মসজিদের তিনটি গম্বুজ ভেঙে পড়ে। তার ফলে তিন শিশু সহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে একটি শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
নিউজ-১৮ হিন্দি, ২৪ অক্টোবর, ২০১৭ ঘটনাটির ওপর একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করে।
সেই ভিডিওটি থেকেই ভাইরাল ছবিটি নেওয়া হয়েছে। দু'টিতেই নিউজ-১৮ ও ইটিভি-ইউপি'র লোগো দেখা যায়। তা থেকে স্পষ্ট হয় যে ছবিটি ওই প্রতিবেদনেই প্রথম বেরয়।
আরও পড়ুন: ছবিটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে দুস্কৃতি গোল্ডি ব্রার নয়