পাহাড়ি খাদের কিনারাতে বিপজ্জনক গাড়ি ঘোরানোর ভিডিওটি বাস্তবিক কি?
অন্য দিক থেকে তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটু নীচেই একটি সমান্তরাল রাস্তা রয়েছে।
পাহাড়ের গায়ে একটি সরু রাস্তায় একটি (car) গাড়িকে (u turn) ঘোরানোর অবিশ্বাস্য ও টানটান উত্তেজনার ভিডিও বিগত কয়েক দিন সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।
পাশেই গভীর (mountain terrain) খাদ থাকা সত্ত্বেও, ভিডিওটিতে গাড়ির চালককে অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি সরু পাহাড়ি রাস্তায় সেটিকে সম্পূর্ণ 'ইউ-টার্ন' করতে দেখা যাচ্ছে।
কিন্তু বুম দেখে, ভিডিওটিতে যা দেখা যাচ্ছে, তার বাইরে আরও কিছু রয়েছে।
১.২২ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, পাহাড়ের খাদের পাশে একটি সরু রাস্তায়, একটি নীল গাড়িকে, কোনও দুর্ঘটনা না ঘটিয়েই, সম্পূর্ণ ইউ-টার্ন করাতে সক্ষম হন চালক।
ওই ভিডিওটি টুইট করেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।
'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' ও 'দ্য টাইমস অফ ইন্ডিয়া' সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমও ভাইরাল ভিডিওটি নিয়ে খবর প্রকাশ করে।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি শুধু দলীয় পতাকা তুলেছেন? একটি তথ্যযাচাই
তথ্য যাচাই
বুম দেখে ভিডিওটি ডিসেম্বর ২০২১-এ তোলা। একটি ইউটিউব চ্যানেল, সরু রাস্তায় দক্ষ চালকরা কী ভাবে গাড়ি ঘোরান, তার ভিডিও আপলোড করে। এই ভিডিওটি ২৫ ডিসেম্বর, ২০২১-এ আপলোড করা হয়। সেটির ক্যাপশনে লেখা হয়, "একজন দক্ষ চালক খুব সরু রাস্তায় গাড়ি ঘুরিয়ে তাঁর ইউ-টার্ন করার কৌশল দেখালেন।"
ভাইরাল ভিডিওটিতে আমরা ঘটনাটি ক্রমান্বয়ে দেখতে পাই।
অন্য দিক থেকে তোলা আরও একটি ভিডিও আমরা দেখতে পাই। সেটিতে দেখা যায় যে, যেখানে গাড়িটি ঘোরানো হচ্ছে, খাদটি তার থেকে খানিকটা দূরে।
এই ভিডিওটি থেকে স্পষ্ট হয় যে, গাড়িটি ঠিক খাদের ধারে ঘোরানো হচ্ছিল না। দ্বিতীয় একটি রাস্তা অস্তিত্ব বুঝিয়ে দেয়, খাদের কিনারে নয়, একটি সরু রাস্তার ধার ঘেঁষে গাড়িটি ঘোরনো হচ্ছিল।
ইউটিউব চ্যানেল 'ড্রাইভিং স্কিল' জানিয়েছে জায়গাটি হংকং-এ। তবে বুম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ঠিক কোথায় ভিডিওটি তোলা হয়েছিল।
আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল মাস্ক পরিহিত রাহুল গাঁধীর ছবি