না, এটি কর্নাটকের মুসকান খানের সঙ্গে রাহুল গাঁধীর ছবি নয়
বুম দেখে ছবিতে থাকা রাহুল গাঁধীর সঙ্গে মহিলার ছবিটি আসলে ঝাড়খণ্ডের বরকাগাঁও-এর কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদ-এর।
রাহুল গাঁধীর (Rahul Gandhi) সঙ্গে কংগ্রেসের উত্তরীয় গায়ে এক মহিলার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, তিনি হলেন মুসকান খান– কর্নাটকের (Karnataka Hijab Row) সেই বোরখা পরা মুসলমান ছাত্রী, যিনি গেরুয়া স্কার্ফ গায়ে, 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে থাকা, এক দল ছেলের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
কিন্তু বুম দেখে, ভাইরাল ছবিতে, রাহুল গাঁধীর সঙ্গে ওই মহিলা হলেন ঝাড়খণ্ডের বরকাগাঁও-এর বিধায়ক অম্বা প্রসাদ (Amba Prasad)।
৮ জানুয়ারি, ২০২২-এ, শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান মেয়েদের হিজাব পরার প্রতিবাদে, ছাত্ররা গেরুয়া শাল গায়ে বিক্ষোভ দেখালে, কর্নাটকে বর্তমানে চলতে থাকা হিজাব বিতর্ক শুরু হয়। তার ফলে, সে রাজ্যে বিক্ষোভ ও হিংসাশ্রয়ী ঘটনা ঘটে। সেই দিনই একটি ভিডিও ভাইরাল হয়। তাতে, কর্নাটকের মান্ড্যতে, পিইএস কলেজের সামনে খানকে একা হেঁটে যেতে দেখা যায়।এবং দেখা যায়, গেরুয়া শাল গায়ে এক দল ছাত্র, 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে দিতে তাঁকে উত্যক্ত করতে থাকে। সেই অবস্থায়, 'আল্লাহ হু আকবর' আওয়াজ তুলে, মুসকান খান ওই ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
ভাইরাল ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "রাহুল গাঁধীর সঙ্গে কর্নাটকের হিজাব-মেয়ে। উনি কি পাপ্পু নাকি একজন ষড়যন্ত্রকারী?"
ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
ওই মিথ্যে দাবি সমেত ছবিটি ফেসবুকেও ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
বুম দেখে ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি হলেন ঝাড়খণ্ডের বরকাগাঁও-এর কংগ্রেস বিধায়ক অম্বা প্রসাদ। তিনি কর্নাটকের মান্ড্যর ছাত্রী মুসকান খান নন।
ছবির মহিলাকে মুসকান খান বলে মিথ্যে করে যে টুইটটি করা হয়, সেটিকে উদ্ধৃত করে টুইট করে অম্বা প্রসাদ নিশ্চিত করেন যে, ভাইরাল ছবিতে তাঁকেই দেখা যাচ্ছে।
"ওটা হলাম আমি, বরকাগাঁও-এর কংগ্রেস বিধায়ক। এই ছবিটা কর্নাটকের সেই বোরখা-পরা মেয়ের ছবি বলে, বিরোধ তৈরি করার চেষ্টা হচ্ছে। আমাদের পার্টিতে আমরা সকলের অধিকারকে মান্যতা দিই। তা সে গেরুয়া পোশাকই হোক বা হিজাব।"
৮ ফেব্রুয়ারি ২০২২, ঝাড়খণ্ডের অন্যান্য কংগ্রেস বিধায়কদের রাহুল গাঁধীর সঙ্গে দেখা করার পর, প্রসাদ ওই একই ছবি পোস্ট করেছিলেন।
এর আগে, কর্নাটকের জেডিএস পার্টির একজন সদস্যকে মুসকান খান বলে মিথ্যে দাবি করলে, বুম তা খণ্ডন করে।
আরও পড়ুন: কর্নাটক হিজাব বিতর্ক: জনতা দল সেকুলার সদস্যার ছবি ভুয়ো দাবি সহ ছড়াচ্ছে