কর্নাটক হিজাব বিতর্ক: না, ছবিটি ছাত্রী মুসকান খানের নয়
বুমকে জনতা দল সেকুলার কর্নাটকের সদস্যা নাজমা নাজির চিক্কাননেরালে নিশ্চিত করেছেন ভাইরাল ছবিটি তারই।
জিনস ও টিশার্ট পরা জনতা দল সেকুলারের এক সদস্যের ছবি মুসকান খানের (Muskan Khan) বলে দাবি করা হয়েছে। মুসকান হলেন সেই বোরখা-পরা মুসলমান ছাত্রী, যিনি কর্নাটকে গেরুয়া স্কার্ফ পরা ও 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে থাকা এক দল ছেলের বিরুদ্ধে সম্প্রতি রুখে দাঁড়ান।
কিন্তু বুম দেখে যে, প্রথম ছবিটিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি হলেন জনতা দল সেকুলার-এর সদস্য নাজমা নাজির চিক্কাননেরালে। উনি আমাদের বলেন তাঁর ছবির অপব্যবহার করে তাঁকে মুসকান খান বলে শনাক্ত করা হয়েছে।
কর্নাটকে হিজাব বিতর্ক রাজ্যে হিংসা ও প্রতিবাদের জন্ম দিয়েছে। মুসলমান মেয়েরা হিজাব পরে স্কুলে এলে, ৮ জানুয়ারি, ২০২২-এ, গেরুয়া শাল পরে কিছু ছাত্র প্রতিবাদ জানাতে থাকেন। কর্নাটকের মান্ড্য'র, পিইএস কলেজের বাইরে তোলা একটি ভিডিও প্রায় একই সঙ্গে ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুসকান খান একা হেঁটে যাচ্ছেন ও গেরুয়া শাল-পরা এক দল ছেলে, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে তাঁকে উত্যক্ত করছেন। যেতে যেতে, তাঁর উত্যক্তকারীদের বিরুদ্ধে 'আল্লাহ হু আকবর' আওয়াজ তোলেন মুসকান।
দক্ষিণপন্থী পেজ ক্রিয়েটলি ওই ছবির গ্র্যাফিকটি টুইট করে। সেটির ক্যাপশনে বলা হয়, "লিবারেল দলবলের প্রচারের ওপর আলোকপাত করো..."
আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
ওই গ্র্যাফিকটি ফেসবুকেও ওই একই মিথ্যে ক্যাপশন সহ ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও।
আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: কর্নাটক হিজাব বিতর্ক: সাংবাদিক রানা আয়ুব ও রাজনীতিক নাজমা নাজিরের ছবি ছড়াল মুসকান বলে
তথ্য যাচাই
বুম দেখে, প্রথম ছবিটিতে যিনি রয়েছেন, তিনি কর্নাটকের মান্ড্য'র ছাত্রী মুসকান খান নন। তিনি হলেন, কর্নাটকের জনতা দল (সেকুলার)-এর সদস্য নাজমা নাজির চিক্কাননেরালে।
চিক্কাননেরালে কোনও কলেজ ছাত্রী নন। উনি হলেন কর্নাটকের জনতা দল সেকুলার-এর একজন সদস্য এবং ওই পার্টির কমিটির একজন পর্যবেক্ষক। উনি বুমকে বলেন যে, প্রথম ছবিতে তাঁকেই দেখা যাচ্ছে। "ওটা আমারই ছবি। ওটা আমার সোশাল মিডিয়া প্রোফাইল থেকে নেওয়া হয়েছে। এবং সেটি বেশ পুরনো। আমরা কী পরব সেটা স্থির করার সাংবিধানিক অধিকার আমাদের আছে।"
মে ২০১৮-য় চিক্কাননেরালে আসল ছবিটি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। বেশ কয়েকটি দক্ষিণপন্থী হ্যান্ডেল ছবিটি তুলে নিয়ে সেটির অপব্যবহার করে।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
চিক্কাননেরালের কিছু পুরনো ও বদলে দেওয়া ছবি. দক্ষিণপন্থী হ্যান্ডেল থেকে সোশাল মিডিয়ায় শেয়ার করে হিজাব পরার জন্য চিক্কাননেরালেকে আক্রমণ করা হয়।
আরও পড়ুন: হিজাব বিতর্ক: মিথ্যে দাবিতে ছড়াল ছেলেদের গেরুয়া পাগড়ি ফেরানোর ভিডিও