পেট্রলের দাম নিয়ে ব্যাঙ্গ-করা এক টুইটকে বলা হল মনোজ তিওয়ারির মন্তব্য
বুম দেখে মনোজ তিওয়ারির মন্তব্য বলে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ব্যাঙ্গ করা টুইটার অ্যাকাউন্ট 'দৈনিক খাসকর' থেকে নেওয়া।
একটি ব্যাঙ্গ-করা টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া ভুয়ো উদ্ধৃতি দিল্লির ভারতীয় জনতা দলের নেতা মনোজ তিওয়ারি (Manoj Tiwari) বলে শেয়ার করা হচ্ছে। সেই সঙ্গে দাবি করা হচ্ছে যে, পেট্রোলের দাম বাড়া নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি নাকি বলেছেন, দেশের শাসনভার যদি নরেন্দ্র মোদী সরকারের হাতে না থাকত, তা হলে পেট্রোলের দাম ২০০ টাকা হয়ে যেত।
সম্প্রতি দেশের কয়েকটি শহরে পেট্রোলের দাম লিটার প্রতি একশ ছুঁইছুঁই। তার জন্য বিরোধীরা মোদী সরকারের সমালোচনা করেন।
মনোজ তিওয়ারির মন্তব্য বলে একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করা হচ্ছে। সেটিতে বলা হয়েছে, "মোদীজির সরকার যদি দেশ শাসন না করত, তাহলে আজ পেট্রোলের দাম ২০০ টাকা হয়ে যেত। মনোজ তিওয়ারি, বিজেপি নেতা।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ফেসবুকে ভাইরাল
ওই লেখাটি দিয়ে ফেসবুক সার্চ করলে দেখা যায়, একই মিথ্যে দাবি সমেত স্ক্রিনশটটি সেখানেও শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
বুম দেখে স্ক্রিনশটটি একটি ব্যাঙ্গ-করা টুইটার হ্যান্ডেল থেকে নেওয়া। সেটি থেকে ওই টুইটারের নাম মুছে দিয়ে, তার জায়গায় মনোজ তিওয়ারি নাম বসিয়ে দেওয়া হয়েছে।
স্ক্রিনশটটি ভাল করে দেখার ফলে বোঝা যায় সেটি একটি টুইট থেকে নেওয়া। কারণ, সেটি অনুবাদ করার ব্যবস্থা ছিল। সেই সূত্র ধরে, আমরা স্ক্রিনশটের ক্যাপশন দিয়ে টুইটারে সার্চ করি। দেখা যায়, সেটি একটি প্যারডি হ্যান্ডেল থেকে নেওয়া।
সেটির তারিখ আর সময় চিহ্ন স্ক্রিনশটটির সঙ্গে মিলে যায়।
দেখতে এখানে ক্লিক করুন।
হ্যান্ডেল প্রোফাইলে স্পষ্ট লেখা আছে যে সেটি একটি ব্যাঙ্গ-করা (Parody) হ্যান্ডেল। তাতে লেখা আছে, "দৈনিক খাসকরের অফিসিয়াল পেজে স্বাগত। ১০০% মিথ্যে খবর। ব্যাঙ্গ-করা। টুইটগুলি কেবল মজা করার জন্য করা।" হিন্দি সংবাদপত্র 'দৈনিক ভাস্কর'-এর নাম অনুকরণে নাম রাখা হয়েছে ব্যাঙ্গ-করা অ্যাকাউন্টটির।
তাছাড়া মনোজ তিওয়ারি ওই মন্তব্য করেছেন বলে কোনও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে আমরা কোনও প্রতিবেদন দেখতে পাইনি।
তুলনা
আরও পড়ুন: হ্যাঁ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রচারে ভিন্ রাজ্যের যান ব্যবহার করছে