হ্যাঁ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রচারে ভিন্ রাজ্যের যান ব্যবহার করছে
বুম যাচাই করে দেখে তৃণমূল কংগ্রেসের প্রচারে ব্যবহার হওয়া "দিদির দূত" বাহনের নম্বর প্লেটের আদ্যাক্ষর অন্য রাজ্যের।
সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছে আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভিন্ রাজ্যের বাহনের সাহায্য়ে রাজনৈতিক প্রচার করছে। নেটিজেনরা "দিদির দূত" বাহনের ছবি পোস্ট করে এ নিয়ে বিভিন্ন পোস্ট করছেন।
বুম যাচাই করে দেখে তৃণমূল কংগ্রেসের প্রচারে ব্যবহার হওয়া "দিদির দূত' বাহনের নম্বর প্লেটের আদ্যাক্ষর ভিন রাজ্যেরই।
১৩ ফেব্রুয়ারি ২০২১ তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে জনসংযোগের জন্য 'দিদির দূত' এর সূচনা করে। ডায়মন্ড হারবরের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যানিংয়ে 'দিদির দূত' বাহনের উদ্বোধন করে। বিজেপির তরফে পরিবর্তন যাত্রার পাল্টা হিসেবে 'দিদির দূত' প্রচার কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক 'দিদির দূত' অ্যাপের উদ্বোধন করে ফেব্রুয়ারি মাসে। এই অ্যাপের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রচার লাইভ ও রাজ্যসরকারের নানান উন্নয়ণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়েছে। নীল রঙের শীততাপ নিয়ন্ত্রিত 'দিদির দূত' বাহনের সিড়ি বেয়ে উঠে প্রচার করা যাবে।
এবারের ভোট প্রচারে শাসকদল প্রয়শই "বহিরাগত" তত্ত্বকে হাতিয়ার করে নিয়ে আসছে রাজনৈতিক আলোচনায়। বিজেপির নেতাদের ঘন ঘন প্রচারে আসাকে বরাবর কটাক্ষে বিঁধছে তৃণমূল। সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়-কে আবার রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি তুলে 'বাংলা তার নিজের মেয়েকেই চায়' প্রচার অভিযান শুরু করেছে।