BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • সলমন খানকে জঙ্গি ঘোষণা করেছে...
ফ্যাক্ট চেক

সলমন খানকে জঙ্গি ঘোষণা করেছে পাকিস্তান! ভুল খবর প্রকাশ করল সংবাদমাধ্যম

বুম যাচাই করে দেখে সংবাদমাধ্যমে প্রকাশিত বলিউড অভিনেতা সলমন খানকে পাকিস্তান সরকারের নিষিদ্ধ করার দাবিটি ভুয়ো।

By -  Anmol Alphonso
Published -  27 Oct 2025 7:30 PM IST
  • সলমন খানকে জঙ্গি ঘোষণা করেছে পাকিস্তান! ভুল খবর প্রকাশ করল সংবাদমাধ্যম
    Listen to this Article

    পাকিস্তানের (Pakistan) বালুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) “সন্ত্রাসবাদী” হিসেবে ঘোষণা করেছে দাবিতে সম্প্রতি ভুল রিপোর্ট করে একাধিক বাংলা ও ভারতীয় সংবাদমাধ্যম।

    ভুল এই খবরের পেছনে রয়েছে ভুয়ো এক বিজ্ঞপ্তি, যা বালুচিস্তান প্রশাসনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

    বিজ্ঞপ্তিটি ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে জয় ফোরামে অনুষ্ঠিত এক প্যানেল আলোচনার পর ছড়িয়ে পড়ে, যেখানে অভিনেতা আমির খান এবং শাহরুখ খানও উপস্থিত ছিলেন।

    সলমন খান ওই অনুষ্ঠানে বলেন, “এখানে (সৌদি আরবে) হিন্দি সিনেমা বানিয়ে মুক্তি দিলে সেটা সুপারহিট হবে। তামিল, তেলেগু বা মালয়ালম সিনেমা হলে শত কোটির ব্যবসা করবে, কারণ এখানে বালুচিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের মানুষসহ অনেক বিদেশি কাজ করছে।”

    এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ভুয়ো খবরটি ছড়াতে শুরু করে।

    দাবি: সলমন খানকে “সন্ত্রাসবাদী” ঘোষণা করেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্র দপ্তর

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভুয়ো বিজ্ঞপ্তিকে ভিত্তি করে দ্য টাইমস অফ ইন্ডিয়া, মিন্ট, টেলিগ্রাফ, নিউজ ১৮, ডিডি নিউজ, মানি কন্ট্রোল, আউটলুকসহ একাধিক মূলধারার ভারতীয় সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে। একই দাবি করে এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা, এই সময়, নিউজ১৮ বাংলা, কলকাতা টিভি-সহ বাংলা সংবাদমাধ্যমের অনেকেও।


    ভুয়া নোটিফিকেশনটিতে দাবি করা হয়, ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বালুচিস্তান প্রাদেশিক সরকার সেটি জারি করে সলমন খানকে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন, ১৯৯৭-এর চতুর্থ তালিকায় “আজাদ বালুচিস্তান সহায়ক” হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

    Pakistan has declared Bollywood actor Salman Khan as a “Terrorist” after he called Balochistan as a separate country at an event.

    If India were to do that with Pakistani film industry, all of their artists would become terrorists for calling Kashmir separate from India 🤡 pic.twitter.com/os7O6LNrnV

    — Monica Verma (@TrulyMonica) October 26, 2025

    পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।

    কী পেলাম আমরা অনুসন্ধানে

    ১. বিজ্ঞপ্তির তারিখ জয় ফোরাম প্যানেলের আগের দিন: ভুয়ো বিজ্ঞপ্তিটি ১৬ অক্টোবর, ২০২৫ তারিখের বলে লক্ষ্য করা যায়। তবে সলমন, আমির ও শাহরুখ খানকে নিয়ে প্যানেল আলোচনার সরাসরি সম্প্রচার হয় ১৭ অক্টোবর, রিয়াধে অনুষ্ঠিত জয় ফোরামের দ্বিতীয় দিনে। এর থেকে বোঝা যায় বিজ্ঞপ্তিটি সলমনের বালুচিস্তান মন্তব্যের আগেই প্রকাশিত হয়েছে।

    অনুষ্ঠানটি সৌদি অন ডিমান্ডের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়, যা সৌদি ব্রডকাস্টিং অথরিটি (SBA)-র রাষ্ট্রায়ত্ত ইংরেজি ভাষার মিডিয়া ব্র্যান্ড। সলমন খানের বালুচিস্তান সম্পর্কিত মন্তব্যটি ৩:৫০:১০ টাইমস্ট্যাম্পে শোনা যায়।

    ২. বিজ্ঞপ্তিতে থাকা সিএনআইসি নম্বর: ভুয়ো বিজ্ঞপ্তিতে সলমন খানের নামে যে সিএনআইসি নম্বর উল্লেখ করা হয়েছে, তা আসলে পাকিস্তানি নাগরিকদের জন্য প্রযোজ্য। উল্লেখিত নম্বরটি ১১ ডিজিটের (৫২২০৩-০০০০০০), অথচ প্রকৃত সিএনআইসি নম্বর ১৩ ডিজিটের হয়।

    ৩. আসল বালুচিস্তান সরকার গেজেট: বুম পাকিস্তানভিত্তিক ফ্যাক্ট চেকিং সংস্থা সোচ ফ্যাক্ট চেকের সঙ্গে যোগাযোগ করে, যারা নিশ্চিত করে জানায়, সম্পাদনা করে ভাইরাল বিজ্ঞপ্তিতে সলমন খানের নাম যুক্ত করা হয়েছে।

    এবিষয়ে তারা ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে বালুচিস্তান প্রাদেশিক সরকারের জারি করা আসল এক প্রকৃত গেজেট নোটিফিকেশনের দিকে ইঙ্গিত করে।

    এই বিজ্ঞপ্তির গঠনবিন্যাস ভাইরাল বিজ্ঞপ্তির মতোই যেখানে একই তারিখ দেখতে পাওয়া যায়; তবে এতে তিনজন কর্মীর নাম রয়েছে - বালুচ মহিলা ফোরামের (BWF) কেন্দ্রীয় সংগঠক ড. শালী বালুচ, এবং বালুচ ইয়াকজেহতি কমিটির দুই সদস্য নাজগুল ও সৈয়দ বিবি শরীফ। তাদের নাম পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইন, ১৯৯৭-এর ধারা ১১-ইই অনুযায়ী চতুর্থ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আসল নোটিফিকেশনটি নিচের টুইটে দেখতে পাওয়া যাবে।

    In a disturbingly surfacing notification by the Government of Balochistan’s Home Department, the Central Organizer of the Baloch Women Forum (BWF) Dr. Shalee Baloch along with two other activists of the Baloch Yakjehti Committee Nazgul and Syed Bibi Sharif, were included in the… pic.twitter.com/KZrAWKExjY

    — Baloch Women Forum (@BalochWF) October 21, 2025

    ৪. পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাবি অস্বীকার করেছে: পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে তাদের এক্স হ্যান্ডেলে ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়ো বলে অস্বীকার করে।

    তাদের পোস্টে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দেখতে পাওয়া যায়, যার শিরোনাম ছিল - “বালুচিস্তান মন্তব্যের পর পাকিস্তান সলমন খানকে সন্ত্রাসবাদীর তালিকায় রেখেছে”। মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তিকে ভুয়ো বলে উল্লেখ করে।

    টুইটটি জানায় , “পাকিস্তান সরকারের কোনও সরকারি বিবৃতি, নোটিফিকেশন বা এন্ট্রি পাওয়া যায়নি এনএসিটিএর নিষিদ্ধ ব্যক্তিদের পৃষ্ঠায় বা কোনও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রাদেশিক স্বরাষ্ট্র দপ্তরের গেজেটে, যেখানে সলমন খানের নাম চতুর্থ তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে উল্লেখ রয়েছে।”

    আরও পড়ুন -আফগান মন্ত্রী ভারতীয় মুসলমানদের নিপীড়নকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেননি


    Tags

    Salman KhanPakistan
    Read Full Article
    Claim :   সলমন খানের বালুচিস্তান মন্তব্যের পর তাকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা করে পাকিস্তানের জারি করা বিজ্ঞপ্তি
    Claimed By :  Indian media outlets, Social Media
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!