Thailand এর স্বাস্থ্যমন্ত্রী COVID-19 Vaccine নিতে ভয় পাচ্ছেন?
বুম দেখে এই ভিডিওটি ২০১৮ সালের। এক জন চিনা নাগরিক জীবনে প্রথম বার ইঞ্জেকশন নিতে ভয় পাচ্ছিলেন, ভিডিওটি সেই দৃশ্যের।
ইঞ্জেকশন নেওয়ার ভয়ে এক জন প্রাপ্তবয়স্ক মানুষ কাঁদছেন, এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সঙ্গে মিথ্যে দাবি যে, ভিডিওর লোকটি থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী (Thailand Health Minister) আনুতিন চার্নভিরাকুল (Anutin Charnvirakul), এবং তাঁকে কোভিড-১৯'এর টিকা (COVID-19 Vacine) দেওয়ার আগের মুহূর্তে এই ভিডিওটি তোলা হয়েছে।
ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, "থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী একটি ইঞ্জেকশন নিচ্ছেন।"
পোস্টটির আর্কাইভ দেখা যাবে এখানে ও এখানে।
আর্কাইভ দেখা যাবে এখানে।
তথ্য যাচাই
বুম নিশ্চিত ভাবে জেনেছে যে, ভিডিও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলকে কোভিড টিকা দেওয়ার দৃশ্য নয়। আমরা ভিডিওটিকে কয়েকটি কি ফ্রেমে ভেঙে নিই, এবং তার কয়েকটি ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করি। সেই সার্চে আমরা দেখতে পাই, এই একই ভিডিও ২০১৮ সালেও পোস্ট করা হয়েছিল। সঙ্গে এই রকম আরও কয়েকটি ইঞ্জেকশন দেওয়া ভিডিও ছিল, এবং ক্যাপশন ছিল, "যন্ত্রণাদায়ক, কিন্তু মজার অ্যাম্পিউল।"তা ছাড়াও হংকং থেকে প্রকাশিত সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট-এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটির সন্ধান পাই। সেখানে ভিডিওটি ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি আপলোড করা হয়েছিল। ভিডিওর শিরোনাম ছিল, "জীবনের প্রথম ইঞ্জেকশন নিতে ভয় পাচ্ছেন এক চিনা ব্যক্তি।" ভিডিওটির ক্যাপশনে এই লোকটিকে চিনা হিসেবে চিহ্নিত করা হয়, এবং বলা হয় যে তিনি জীবনের প্রথম ইঞ্জেকশন নিচ্ছেন বলে খুবই উদ্বিগ্ন।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী
অনুতিন চার্নভিরাকুল এক জন থাই রাজনীতিক। তিনি বর্তমানে সে দেশের উপপ্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী।
সংবাদে প্রকাশ, থাইল্যান্ডের সরকার ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি আরম্ভ করছে। উচ্চ ঝুঁকিসম্পন্ন জনগোষ্ঠীকে অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার মধ্যমেই এই কর্মসূচির সূচনা হবে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে, অ্যাস্ট্রাজেনেকা প্রথমে ৫০,০০০ টিকা জোগান দেবে। কোভিড টিকাকরণে বিলম্ব করার জন্য থাইল্যান্ডের সরকারের সমালোচনা হয়েছে। চার্নভিরাকুল এই সমালোচনা অস্বীকার করে জানিয়েছেন যে, সব পরিকল্পনামাফিকই চলছে, এবং ফেব্রুয়ারির ১৪ তারিখ প্রবীণ নাগরিক ও অন্যান্য কো-মর্বিডিটিসম্পন্ন নাগরিকদের টিকাকরণের মাধ্যমে কর্মসূচির প্রথম পর্বের সূচনা হবে।