মণিপুরের দাবিতে ছড়াল ফিলিপিন্সের জেসুইট পাদ্রীদের গানের ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৮ সালের ফিলিপিন্সের যখন জেসুইট পাদ্রীরা ডেভিড হাসের 'তুমি আমার' গানটি গেয়েছিলেন।
ফিলিপিন্সের (Philippines) জেসুইট পাদ্রীদের 'তুমি আমার' গানটি গাওয়ার পুরানো এক ভিডিও সম্প্রতি ভুয়ো এক দাবি ছড়িয়ে বলা হয় মণিপুর (Manipur) জাতিগত সংঘর্ষের কবলে থাকায় সেরাজ্যের এক গায়কমন্ডলী গানটি গেয়েছে।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, মণিপুর এবছরের মে মাস থেকে কুকি ও মেইটেই সম্প্রদায়ের মধ্যে বহু সহিংস সংঘর্ষের সাক্ষী হয়েছে এবং ওই সংঘর্ষের কারণে ইতিমধ্যেই রাজ্যে আহতের সংখ্যা ৪০০ সমেত মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "তুমি আমার - মণিপুরের গায়কমন্ডলীর স্বস্তিদায়ক গান।"
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিওটি হোয়াটসঅ্যাপেও বিভ্রান্তিকর এক দাবি করে শেয়ার করা হচ্ছে করা হচ্ছে। এই তথ্য যাচাইয়ের জন্য অনুরোধ বুমের হোয়াটসঅ্যাপ টিপলাইন নম্বরেও (+৯১ ৭৭০০৯০৬১১১) আসে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৮ সালের ফিলিপিন্সের যেখানে জেসুইট পাদ্রীরা ডেভিড হাস' 'তুমি আমার' গানটি গেয়েছিলেন। অতএব, ভিডিওটির সাথে মণিপুর বা সেরাজ্যে হওয়া অস্থিরতার কোনও সম্পর্ক নেই।
আমরা ইউটিউবে গানটির নাম - "তুমি আমার" শব্দগুলি ব্যবহার করে এক কীওয়ার্ড অনুসন্ধান চালিয়ে দেখতে পাই আসল ভিডিওটি ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে এক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল যা এবছরের মে মাসে শুরু হওয়া মণিপুরের সংঘাতের ঘটনার পূর্বেকার।
ভিডিওটি ইউটিউব ব্যবহারকারী ডোনাল্ড কাগা ২৮ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে আপলোড করে শিরোনামে লেখেন, "তুমি আমার জেসুইট ফিলিপিন্স গেয়েছেন দ্য সিনাকল সিস্টারস এবং লেয় ফিলিপিনো ক্যাথলিকদের সাথে"।
ভিডিওটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "জেসুইট পাদ্রীরা এবং ফিলিপিনো ক্যাথলিকরা ডেভিড হাসের "তুমি আমার" গান গাইছে।" হাস হলেন সমসাময়িক ক্যাথলিক লিটারজিকাল সঙ্গীতের একজন আমেরিকান সুরকার।
২৯শে জানুয়ারী, ২০২২, তারিখে জেসুইট মিউজিক মিনিস্ট্রির অফিসিয়াল ফেসবুক পেজও এই একই ভিডিও পোস্ট করে লেখে, "আজ রাতে যদি আপনাকে মনে করানোর প্রয়োজন হয়, প্রভু বলেছেন "ভয় পেও না, কারণ আমি তোমাকে উদ্ধার করেছি; আমি তোমাকে নাম ধরে ডেকেছি: তুমি আমার।"