দিল্লির বিজেপি প্রার্থী হচ্ছেন অক্ষয় কুমার এই ভুয়ো দাবি ভাইরাল
বুম দেখে ভাইরাল দাবিটি মিথ্যে। দিল্লির চাঁদনী চকের বিজেপি প্রার্থী হিসেবে প্রবীণ খান্ডেলওয়ালকে টিকিট দেওয়া হয়েছে।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) একটি ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে তিনি দিল্লির চাঁদনী চক থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) (BJP) প্রার্থী হচ্ছেন।
বুম দেখে ভাইরাল দাবিটি মিথ্যে। লোকসভা ভোটের জন্য দিল্লির চাঁদনী চকের বিজেপি প্রার্থী হিসেবে প্রবীণ খান্ডেলওয়ালকে টিকিট দেওয়া হয়েছে।
আসন্ন লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করা হচ্ছে।
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “আপকি বার 400 পার। দিল্লীর চাঁদনী চক থেকে ভাজপার প্রার্থী হচ্ছেন সকলের প্রিয় Akshay Kumar”
পোস্টগুলি দেখতে ক্লিক করুন এখানে, এখানে এবং এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল হওয়া দাবি যাচাই করতে গুগলে কীওয়ার্ড সার্চ করলে অভিনেতা অক্ষয় কুমারের বিজেপিতে যোগদান দেওয়া সম্পর্কে কোন সংবাদ প্রতিবেদন খুঁজে পাইনি। এরপর আমরা আসন্ন লোকসভা ভোটে দিল্লির চাঁদনী চকের বিজেপির প্রার্থী সম্বন্ধে জানার জন্য কীওয়ার্ড সার্চ করলে একাধিক প্রতিবেদন দেখতে পায়।
হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, লোকসভা ভোটের জন্য বিজেপি দিল্লির চাঁদনী চকের প্রার্থী হিসেবে প্রবীণ খান্ডেলওয়ালকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ২ ফেব্রুয়ারি লোকসভা ভোটে দিল্লির পাঁচটি আসনের জন্য প্রার্থীর তালিকা ঘোষণা করে। চাঁদনী চক থেকে প্রবীণ খান্ডেলওয়াল, উত্তর-পূর্ব দিল্লি থেকে মনোজ তিওয়ারি, নতুন দিল্লি থেকে বানসুরি স্বরাজ, পশ্চিম দিল্লি থেকে কমলজিত সেরাওয়াত এবং দক্ষিণ দিল্লি থেকে রামবীর সিংহ বিধুরীকে টিকিট দেয় বিজেপি।
দুবার লোকসভা ভোটে চাঁদনী চকের প্রার্থী হিসেবে জয়ী হয়ে সাংসদ হলেও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনকে এবারে টিকিট দেয়নি বিজেপি। এরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন।
আরও পড়ুন -৯ বছরের পুরনো ভুয়ো পাসপোর্ট সহ বাংলাদেশিদের ভিডিও সাম্প্রতিক বলে ছড়াল