৯ বছরের পুরনো ভুয়ো পাসপোর্ট সহ বাংলাদেশিদের ভিডিও সাম্প্রতিক বলে ছড়াল
বুম দেখে ভিডিওটি ২০১৫ সাল থেকে অনলাইনে রয়েছে এবং সম্ভবতঃ এটি কুয়েতের এক ঘটনা।
Claim
বিমানবন্দর কর্তৃপক্ষকে দুজন ব্যক্তির জুতোর তলায় লুকিয়ে রাখা পাসপোর্ট দেখানোর অন্ততঃপক্ষে ৯ বছরের পুরনো ভিডিও সাম্প্রতিক দাবি করে বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওর প্রথম অংশে বাদামি রঙের জ্যাকেট পরা এক ব্যক্তিকে তার হাতে থাকা জুতো থেকে এক লুকনো বাংলাদেশি পাসপোর্ট বের করে দেখাতে লক্ষ্য করা যায়। ভাইরাল এই ভিডিওর পরের অংশেও অন্য এক ব্যক্তিকেও জুতোর তোলা খুলে পাসপোর্ট বের করে আনতে দেখা যায়। সম্প্রতি এই ভিডিওই পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখা হয়, "এভাবে মমতার বাংলায় জাল পাসপোর্ট আনা হয়"।
FactCheck
২০১৯ সালে নাগরিকত্ব সংশোধন আইন-বিরোধী আন্দোলনের সময় এই ভিডিও বিভ্রান্তিকর দাবিতে ছড়ান হলে বুম তার তথ্য যাচাই করেছিল। সেসময় আমরা ভিডিওটিকে মূল কয়েকটি ফ্রেমে ভেঙে রুশ সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স মারফত সন্ধান করে দেখি ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে এই ভিডিও অনলাইনে রয়েছে। ২০১৫ সালের ২৪ ডিসেম্বর ইউটিউবে আপলোড করা এই ভিডিওটির ক্যাপশন আরবি অনুবাদ হল—সৌদি আরবের কাস্টমস নিয়ন্ত্রণ। তবে 'ভুয়ো', 'পাসপোর্ট', 'ভারতীয়'—এই শব্দগুলি বসিয়ে খোঁজ চালালে আমরা আরও পুরনো ১৭ ডিসেম্বরের এক ভিডিওর খোঁজ পাই যার ক্যাপশন হিসেবে লেখা হয়, "জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে বাংলাদেশি কুয়েতে ঢুকছে।" এই ভিডিও থেকে কুয়েতের সূত্র পেয়ে আমরা গুগলে খোঁজ করলে আরব টাইমস অনলাইন নামের একটি ওয়েবসাইটে এই ঘটনা সম্বন্ধিত এক প্রতিবেদন পাই। প্রতিবেদনটির শিরোনাম: ভুয়ো ভারতীয় পাসপোর্ট নিয়ে ঢুকতে গিয়ে অনেক বাংলাদেশি গ্রেফতার। ওই প্রতিবেদনে জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে ঢোকার চেষ্টা করলে অভিবাসন অফিসাররা অনেক বাংলাদেশিকে গ্রেফতার করেছেন বলে রিপোর্ট করা হয়। প্রতিবেদনটি তার খবরের উৎস হিসাবে আল-শাহাদ দৈনিকের উল্লেখ করে। আল শাহেদ দৈনিককে উদ্ধৃত করে বলা হয়েছে জাল পাসপোর্টের এই ঘটনায় লোকগুলিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। বুম স্বাধীনভাবে করে তদন্ত করে নিশ্চিত হতে পারেনি যে, ভিডিওটি কুয়েতের, নাকি সৌদি আরবের ঘটনার। তবে একথা নিশ্চিতভাবে বলা যায় ভিডিওটি সাম্প্রতিক কোনও ঘটনার নয়।