সমুদ্রের ঢেউয়ের কবলে গেটওয়ে অফ ইন্ডিয়ার পুরনো ভিডিও সাম্প্রতিক বলে ছড়াল
বুম দেখে ভাইরাল ভিডিও ২০২১ সালে মে মাসে হওয়া ঘূর্ণিঝড় টাউটের সময় তোলা এবং সেসময় থেকেই ইন্টারনেটে ভিডিওটি রয়েছে।

প্রচণ্ড ঝড়ে মুম্বইয়ের (Mumbai) গেটওয়ে অফ ইন্ডিয়ায় (Gateway Of India) এবং তাজ হোটেল (Taj Hotel) সংলগ্ন এলাকায় উত্তাল সমুদ্রের ঢেউ (sea waves) আছড়ে পড়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন সেটি মুম্বইয়ে সাম্প্রতিক বৃষ্টির সময়ের।
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের মে মাসে ঘূর্ণিঝড় টাউটের সময়ের, সাম্প্রতিককালের নয়।
এবছর মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন রাজ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে পড়েছে। মুম্বইয়ে টানা বৃষ্টির ফলে দৈনন্দিন জীবন-যাপন, যানবাহন চলাচল ব্যহত হয়েছে।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিও শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেলের সামনে মেরিন ড্রাইভে তছনছ অবস্থা সমুদ্রের বিশাল বড় বড় ঢেউয়ে। পরবর্তী ২৪ ঘন্টা পর্যটকদের জন্য রেড এলার্ট জারি করা হয়েছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে কী পাওয়া গেল: ভিডিওটি পুরোনো
বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে NS NOW নামক এক ইউটিউব চ্যানেলে ১৯ মে ২০২১ তারিখের পোস্টে একই ভিডিও আপলোড করা দেখি। এছাড়াও একাধিক ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি আমরা দেখতে পাই যেখানে সেটিকে ২০২১ সালের মে মাসে মুম্বইয়ে হওয়া ঘূর্ণিঝড় টাউটের বলে চিহ্নিত করা হয়েছে।
এই সূত্র ধরে, আমরা কিওয়ার্ড সার্চ করে দেখি মে, ২০২১-এ দেশের দক্ষিণ-পশ্চিম রাজ্যগুলি ঘূর্ণিঝড় টাউটের কবলে পড়ে যার সবচেয়ে গুরুতর প্রভাব মহারাষ্ট্রের উপর পড়েছিল। ১৭ মে, ২০২১-এ টাউটের প্রকোপে মুম্বইয়ে ১১৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। সেসময় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় উঁচু জোয়ারের ঢেউ এসে আছড়ে পড়ার ভিডিও সামনে আসে।
১৮ মে ২০২১-এ প্রকাশিত আজতকের রিপোর্ট অনুসারে, টাউটের কারণে মহারাষ্ট্রে ৬ জন প্রাণ হারায় এবং ৯ জন আহত হয়। দুর্যোগ মোকাবিলায় মুম্বইয়ে এনডিআরএফের তিনটি এবং রাজ্যের বিভিন্ন অংশে ১২টি দল মোতায়েনও করা হয়েছিল। নিউজ১৮, ইন্ডিয়া টুডে এবং টাইমস অফ ইন্ডিয়াও এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।
এছাড়াও, আমরা টাউটের সময়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার এমন অনেক ভিডিও পেয়েছি যা ভাইরাল ভিডিওর অনুরূপ। দেখুন এখানে, এখানে এবং এখানে।