প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত? দিনভর ছড়াল ভুয়ো খবর
নেটাগরিকদের একাংশ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের ছবি পোস্ট করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ভুয়ো পোস্ট করেন।
প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh) দাবি করে সম্প্রতি কিছু ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের প্রয়াণের খবর ভুয়ো। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এব্যাপারে কোনও প্রতিবেদন প্রকাশিত হয়নি।
নেটাগরিকদের একাংশ প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের ছবি পোস্ট করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও ভুয়ো পোস্ট করে পরে মুছে দেন।
এমনই কিছু পোস্টকে নিচে দেখতে পাওয়া যাবে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: ফুটপাত দখল করে কলকাতায় মাদ্রাসা পড়ুয়ারা? ভুয়ো দাবিতে ছড়াল করাচির ছবি
ভুয়ো পোস্ট ঘিরে তরজা
বুম কীওয়ার্ড সার্চ করে আমরা ৫ এপ্রিল, ২০২২ প্রকাশিত আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদন খুঁজে পায়।
ওই প্রতিবেদন অনুযায়ী, "মঙ্গলবার বিকেলে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থের ফেসবুক পেজে আচমকা ভেসে ওঠে পার্থের সঙ্গে মনমোহনের একটি পুরনো ছবি। সঙ্গে লেখা, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ। অথচ মনমোহন রয়েছেন বহাল তবিয়তেই! ভুল বুঝতে পেরে দ্রুত পোস্ট মুছে দেওয়া হয়। পার্থ ঘনিষ্ঠমহলে জানান, ভুলক্রমেই ওই পোস্ট। সেটি তাঁর ফেসবুক পেজে অন্য কেউ করেছে। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা সরিয়েও দেওয়া হয়েছে।"
তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ঘটনাটি নিয়ে ৬ এপ্রিল, ২০২২ তার ব্যাক্তিগত টুইটার প্রোফাইলে ভুয়ো এই খবর সম্প্রচারকারীদের উদ্দেশ্য করে লেখেন, "২০১২, এমপি শপথের ছবিতে তিনি। ২০১৮, অবসরের মুহূর্তেও তিনি। পরমশ্রদ্ধেয় ডঃ মনমোহন সিং। যে বা যাঁরা তাঁর মৃত্যুসংবাদ ছড়ালেন, আগ বাড়িয়ে শোক জানালেন, সেই দায়িত্বজ্ঞানহীনদের ধিক্কার জানাই। দুঃখপ্রকাশ করুন তাঁরা। ডঃ সিং ভালো থাকুন, সুস্থ থাকুন।"
টুইটটি এখানে দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের দরজায় লেখা 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি নকল