মক্কায় গিয়ে শাহরুখ পত্নি গৌরী খানের ধর্মান্তরের ভাইরাল ছবি AI নির্মিত
বুম দেখে ভাইরাল ছবি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সম্প্রতি বলিউড অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী গৌরী খানের (Gauri Khan) মুসলমানদের তীর্থস্থান মক্কায় (Mecca) গিয়ে হিন্দু (Hindu) ধর্ম পরিবর্তন করে ইসলাম (Islam) ধর্ম গ্রহণ করার গুজব ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে এবং এই গুজবের সাথেই ভাইরাল হয়েছে তাদের এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি ভুয়ো ছবি।
ভাইরাল ছবিতে অভিনেতার পাশে সাদা হিজাব পরিহিত গৌরী খানকে দেখা যায়। ছবিতে তাদের পিছনে মক্কার মসজিদের দৃষ্টব্য কাবাও দেখা যায়।
বুম দেখে শাহরুখ খান ও গৌরী খানের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
ছবিটি সত্য হিসাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আর্কাইভ দেখুন এখানে।
এছাড়াও, সংবাদমাধ্যম টিভি৯ বাংলা তাদের ৬ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদনে একই ছবি ব্যবহার করে।
ফেসবুকে প্রতিবেদনটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন গৌরী খান!"
প্রতিবেদনটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
টিভি৯ বাংলা পরবর্তীতে প্রতিবেদনটির শেষে উল্লেখ করে দিয়েছে ছবিটি ভুয়ো।
তথ্য যাচাই
বুম গৌরী খানের সম্প্রতি মক্কায় গিয়ে ধর্ম পরিবর্তন করার কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন কিওয়ার্ড সার্চের মাধ্যমে খুঁজে পায়নি।
আমরা লক্ষ্য করি ভাইরাল ছবিতে শাহরুখ ও গৌরীর ত্বক মোমের মত মসৃণ যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত ছবিতে দেখা যায়।
এরপর, বুম ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশনে পরীক্ষা করে দেখ সেটি এআই দ্বারা তৈরি। পরীক্ষার ফলাফল নীচে দেখা যাবে।
এছাড়াও, আমরা ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ব্যাপারে নিশ্চিত হতে ভাইরাল ছবিটি এআই যাচাইকারী ওয়েবসাইট ট্রুমিডিয়ায় পরীক্ষা করি। ট্রুমিডিয়ায় করা পরীক্ষার ফলাফল নিশ্চিত করে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
নীচে ভাইরাল ছবিটির ট্রুমিডিয়ায় করা পরীক্ষার ফলাফল দেখা যাবে।
প্রসঙ্গত, গৌরী ও শাহরুখ দুজনে দুটি ভিন্ন ধর্ম পালন করেন। গৌরী খান বিয়ের আগে থেকেই হিন্দু ধর্মাবলম্বী এবং অভিনেতার সঙ্গে বিয়ের পর তিনি পদবি পরিবর্তন করলেও ধর্ম পরিবর্তন করেননি। অভিনেতা নিজেও তার ধর্ম পরিবর্তন করেননি, তিনি ইসলাম ধর্মই পালন করেন।