BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • জিডি বক্সীর ভারত পাকিস্তানের সঙ্গে...
ফ্যাক্ট চেক

জিডি বক্সীর ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম বলার ভিডিওটি সম্পাদিত

বুম দেখে মেজর জিডি বক্সীর ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সম্পাদিত।

By -  Shivam Bhardwaj
Published -  19 Jan 2026 3:53 PM IST
  • জিডি বক্সীর ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম বলার ভিডিওটি সম্পাদিত
    Listen to this Article

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গগনদীপ বক্সীর (GD Bakshi) মন্তব্য বলে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) দ্বারা সম্পাদিত ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে মেজর বক্সীকে বলতে শোনা যায় ভারত (India) বর্তমানে পাকিস্তানের (Pakistan) সঙ্গে যুদ্ধ করতে অক্ষম এবং আদানি-আম্বানির উপর ভারতের জাতীয় কোষাগার লুটের অভিযোগও আরোপ করেছেন তিনি।

    বুম যাচাই করে দেখে সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া জিডি বক্সীর একটি সাক্ষাৎকারকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদনা করে ভাইরাল ভিডিওটি তৈরি। আসল ভিডিওর উপর এআই নির্মিত ভয়েস বসিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।

    ভাইরাল দাবি

    এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ভারতের সাবেক মেজর জেনারেল জিডি বক্সী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর মতো সামর্থ্য রাখে না। তিনি বলেন, সামরিক সক্ষমতা, কৌশলগত প্রস্তুতি ও আঞ্চলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে। তার এই মন্তব্য ভারত–পাকিস্তান সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য আঞ্চলিক ভূরাজনীতির জটিল বাস্তবতাকেই তুলে ধরছে।"

    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    অনুসন্ধানে আমরা কী পেলাম

    মূল ভিডিও: বুম অনুসন্ধানের মাধ্যমে ভাইরাল দাবি সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি। আমরা দেখি ভাইরাল ভিডিওয় সংবাদ সংস্থা আইএএনএসের লোগো সহ একটি মাইক দেখা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে আমরা আইএএনএসের এক্স হ্যান্ডেলে মূল ভিডিওটি দেখতে পাই।

    আইএএনএসের আপলোড করা ভিডিওয় বক্সীকে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষ নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি বলেন পাকিস্তানকে S-300 সারফেস এয়ার মিসাইল চীন সরবরাহ করেছিল। তবে, ভারতের প্রযুক্তিগত ক্ষমতা এতটাই যে ভারত সেটি সম্পূর্ণ নষ্ট করে দেয়। এছাড়াও, ভারত পাকিস্তানের সাতটি রাডার ভেঙ্গে ফেলে এবং পুরো এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয়।

    এরপর, বক্সীকে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সমালোচনা করতে শোনা যায়। কিন্তু, পুরো ভিডিওর কোথাও তাকে আদানি-আম্বানিকে আক্রমণ করতে বা ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম বলতে শোনা যায়নি।

    Gurugram, Haryana: Defence expert Major General G.D. Bakshi (Retd.) says, "The S-300 surface-to-air missile was supplied to Pakistan by China. India’s technological capability was such that we completely neutralized it. We also destroyed the seven radar and wiped out the entire… pic.twitter.com/cnWKvU1DVI

    — IANS (@ians_india) January 4, 2026

    ভিডিওটি এআই নির্মিত:

    আমরা ভাইরাল ভিডিও এবং ভিডিওর অডিও অংশ উভয়ই এআই যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারের একাধিক সরঞ্জামে পরীক্ষা করি। পরীক্ষায় ভিডিও এবং অডিও দুটিই এআই নির্মিত হওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। ফলাফল দেখুন নীচে।


    আমরা জিডি বক্সীর ঠোঁটের নড়াচড়া ও মুখের অভিব্যক্তির মাধ্যমে মূল ভিডিওর অংশটি শনাক্ত করেছি যেখানে আসল অডিওকে সম্পাদনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত ভয়েস বসিয়ে ভাইরাল দাবিটি করা হয়েছে।


    আরও পড়ুন -দৈনিক ১৭৮ টাকা মজুরি, ৮ ঘন্টা করে খাটনি: ভিডিওটি বাংলাদেশের চা-শ্রমিকের

    Tags

    IndiaPakistanAI Generated
    Read Full Article
    Claim :   ভিডিওতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সীকে বলতে শোনা যায় ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!