ভুয়ো দাবিতে ছড়াল কানাডার প্রধনমন্ত্রী জাস্টিন ট্রুডোর রেস্তোরাঁতে খাবার খাওয়ার ছবি
বুম দেখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোকোইটিলামের এক রেস্তেরাঁতে বসে এক রাজনীতিকের সঙ্গে খাবার খাচ্ছিলেন।
ব্রিটিশ কলম্বিয়া নিউ ডেমোক্রাটিক দলের নেতা ও কলম্বিয়ার ব্রিটিশ প্রিমিয়ার জন হর্গানের (John Horgan) সঙ্গে কোকোইটিলামে হোয়াইট স্পট রেস্তোরাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) খাবার খাওয়ার দৃশ্যকে ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় সাধারণ ব্যক্তির সঙ্গে পার্কে বসে দুপুরের খাবার খাওয়ার দৃশ্য বলা হচ্ছে।
ভাইরাল হওয়া ছবিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বেঞ্চে বসে এক ব্যক্তির সঙ্গে লাঞ্চ করতে দেখা যায়। ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রীর সরল জীবনযাপনের প্রশংসা করা হয়েছে।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ইনিও প্রধানমন্ত্রী, দশ লাখের সুট নেই, নেই তিন লাখের চশমা নেই,, দুই লাখের পেন, এদের কাছে স্বপ্ন। কাজু বাদামের রুটি নেই, মাশরুমের শব্জি নেই, 8500 কোটির প্রাইভেট জেট নেই, 20 হাজার কোটির সেন্ট্রাল ভিস্টা নেই। পাগল প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডো। একটি জরুরী কাজে বেরিয়ে, তড়িঘড়ি কাজ সেরে, আরও পাঁচটা সাধারণ মানুষের মতো চলে গেলেন, পার্কের বেঞ্চে। বাড়ি থেকে সঙ্গে নিয়ে আসা লাঞ্চ সারলেন অত্যন্ত সাধারণ ভাবে, আরও পাঁচজন সাধারণ মানুষের মতোই।" (সংক্ষেপিত)
ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: পাক শুল্ক বিভাগের মুঠোফোন নষ্ট করার ভিডিও ছড়াল আফগানিস্তানের ঘটনা বলে
তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে ছবিটিকে স্টক ফোটোর ওয়েবাসাইট অ্যালামিতে খুঁজে পায়। ছবিটির ক্যাপশন লেখা হয়, "প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বি.সি. প্রিমিয়ার জন হর্গান ব্রিটিশ কলাম্বিয়ার কোকোইটিলামের সিটি হলের বাইরে লাঞ্চ সারেন, ৮ জুলাই ২০২১।" ছবি সূত্র হিসেবে রয়টার্স সংবাদ সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। একটি ছবি দেখুন এখানে।
বুম কিওয়ার্ড সার্চ করে ৯ জুলাই ২০২১ তারিখে পোস্ট করা জাস্টিন ট্রুডোর টুইট খুঁজে পায়।
আরেকটি টুইটে ট্রুডো 'হোয়াইট স্পট' রোস্তোরাঁকে ট্যাগ করে লেখেন, "বলা হয়ে ওঠেনি যে আজ দুপুরে আমার কিছু হোয়াইট স্পট রেস্তেরাঁর খাবার ছিল। এই অভিজ্ঞতা এবং সেখানে যাঁরা উপস্থিত ছিলেন তাদের সাথে আমার কথোপকথন দুর্দান্ত ছিল।"
হোয়াইট স্পট রেস্তেরাঁ ইনস্টাগ্রাম ও টুইটারে একই ছবি পোস্ট করে ৯ জুলাই ২০২১। ওই পোস্টে ক্যাপশন লেখা হয়, "রাজনীতি দূরে, হোয়াইট স্পটের চড়ুইভাতির মতো মানুষকে আরও কিছু কাছে আনতেই পারে না। দেখুন গতকাল কোকোইটিলামে কাদের দেখা গেল!"
জন হর্গান কোনও সাধারণ ব্যক্তি নয়। তিনি ব্রিটিশ কলম্বিয়া নিউ ডেমোক্রাটিক দলের নেতা ও কলম্বিয়ার ব্রিটিশ প্রিমিয়ার। আর ছবিটি তোলা হয় হোয়াইট স্পট কোকোইটিলামের রেস্তোরাঁতে। হোয়াইট স্পট বিখ্যাত খাবারের চেইন। সংশ্লিষ্ট দোকানের বার্গার বিখ্যাত।
আরও পড়ুন: বিভ্রান্তিকর দাবিতে ছড়াল মাস্ক পরিহিত রাহুল গাঁধীর ছবি