জম্মুর ভূমিধসের দৃশ্য দাবি করে ভাইরাল নরওয়ের পুরনো ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিও নরওয়ের অল্টা শহরে ২০২০ সালে হওয়া দুর্যোগের।

ধসে বাড়িঘর সমেত পাহাড়ের একাংশ জলের স্রোতে ভেসে যাওয়ার একটি ভিডিও জম্মুর (Jammu) বলে ভুয়ো দাবি করে সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টানা বৃষ্টিতে বন্যা (flood) পরিস্থিতি ও বারবার পাহাড়ে ধস (landslide) নামায় বর্তমানে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)।
বুম দেখে ভাইরাল ভিডিওটি নরওয়ের অল্টা শহরের একটি ভূমিধসের। ২০২০ সালে ওই শহরে ধস নামায় আটটি বাড়ি নরওয়েজিয়ান সাগরে তলিয়ে যায়।
গত সপ্তাহে জম্মুর রিয়াসিতে ধসে এক পরিবারের সাত সদস্যের মৃত্যু হওয়ার পর, ফের একবার বৈষ্ণো দেবী মন্দিরের যাত্রা পথে ধস নামে সেপ্টেম্বরের ৩ তারিখ। তবে, বৈষ্ণো দেবী যাত্রা বন্ধ থাকায় কোনও প্রাণহানি হয়নি।
ভাইরাল দাবি
বাড়িঘর সমেত ডাঙার একটি অংশ জলে ভেসে যাওয়ার ভিডিও শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, “আপনি কখনো জলের স্রোতে কোনো পাহাড়কে এরকম ভাবে ভেসে যেতে দেখেছেন..?? তাহলে জম্মুর এই দৃশ্যটি দেখুন।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভাইরাল ভিডিও নরওয়ের অল্টা শহরের
বুম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভাইরাল ভিডিওসহ মে মাসের একটি পোস্ট পায় যেখানে সেটিকে ২০২০ সালের জুনে নরওয়ের ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। এরপর, অনুসন্ধানের মাধ্যমে আমরা এই ঘটনা সংক্রান্ত ২০২০ সালে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাই। ভাইরাল দৃশ্যের অনুরূপ দৃশ্যসহ প্রকাশিত দ্য আইরিশ সানের প্রতিবেদন জানায়, ৩ জুন ২০২০-তে নরওয়ের অল্টা শহরের ক্রোকনেসেট এলাকায় এক ভয়াবহ ভূমিধসে আটটি বাড়ি সমুদ্রে তলিয়ে যায়।
২. এক স্থানীয় বাসিন্দার রেকর্ড করা ভিডিও
দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, এনবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, বিবিসি নিউজ এবং দ্য টেলিগ্রাফ সহ বিভিন্ন সংবাদমাধ্যম এই ঘটনার ভিডিও রেকর্ড করার কৃতিত্ব স্থানীয় বাসিন্দা Jan Egil Bakkedal-কে দেয়। এছাড়াও, প্রতিবেদনে ঘটনা নিয়ে বাক্কেদালের দেওয়া বক্তব্যও পাওয়া যায়।
বাক্কেদাল বলেন, ঘটনার সময় তিনি স্যান্ডউইচ তৈরি করছিলেন। তিনি একটি তীব্র শব্দ শুনতে পেয়ে বুঝতে পারেন সেটি ভূমিধসের। তিনি নিজের জীবন বাঁচাতে বাইরে বেরিয়ে আসেন এবং আর্কটিক নরওয়ের একটি কাছের পাহাড় থেকে ভিডিওটি রেকর্ড করেন। তার চোখের সামনেই নিজের বাড়িও ভূমিধসের কবলে পড়ে ভেসে যায়।
এই ভূমিধসে উত্তর নরওয়ের উপকূলে অবস্থিত আটটি বাড়ি সমুদ্রে ভেসে যায়। রিপোর্ট অনুসারে স্থানীয় পুলিশ জানিয়েছে ভূমিধস প্রায় ৬৫০ থেকে ৮০০ মিটার চওড়া এবং ৪০ মিটার উঁচু ছিল। ধসে একটি গাড়িও ভেসে যায় তবে, কেউ আহত হয়নি। সমুদ্রে একটি কুকুর আটকে পড়েছিল কিন্তু সেও সাঁতরে উপকূলে আসলে তাকে উদ্ধার করা হয়।
বাক্কেদালের ফেসবুক পেজে এই ঘটনা নিয়ে ভাইরাল ভিডিওর অনুরূপ ৩ জুন ২০২০ তারিখে পোস্ট করা একটি ছবি দেখা যায়।