পুতিনের সাথে প্রধানমন্ত্রী মোদীর এই ভিডিও সাম্প্রতিক সাক্ষাতের নয়
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ৯ জুলাই, প্রধানমন্ত্রী মোদীর রাশিয়ার মস্কোতে সফরের সময়কালের।

২০২৪ সালে মস্কো সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিদায় জানানোর একটি পুরনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয় তাতে সদ্য-সমাপ্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সময় চীনের তিয়ানজিনে তোলা এক দৃশ্য দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী মোদী ২০২৫ সালের ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ২৫তম এসসিও সম্মেলনে অংশগ্রহণ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে তারা বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তাসহ বিভিন্ন নিয়ে আলোচনা করেন, এমনকি সম্মেলনের পর এক গাড়িতে একইসাথে যাত্রাও করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানির উপর ৫০% শুল্ক আরোপের কয়েকদিন পরেই মোদী ও পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকটি হয়।
ভাইরাল দাবি
ফেসবুকে এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, "গতকাল SCO বৈঠক থেকে রাষ্ট্রপতি পুতিন নিজে গাড়িতেও মোদী'জীকে ছাড়তে এসেছিলেন, এবং মোদী'জী চলে যাওয়া পর্যন্ত রাষ্ট্রপতি পুতিন দাঁড়িয়ে ছিলেন .... প্রকৃত বন্ধুত্ব এমনই হয়!!"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে।
আমরা অনুসন্ধানে কী পেলাম
১. ২০২৪ সালের ভিডিও: রিভার্স সার্চ করে বুম দেখে ভিডিওটি ২০২৪ সালের ৯ জুলাই, প্রধানমন্ত্রী মোদীর রাশিয়ার মস্কোতে সফরের সময়কালের, তিয়ানজিনের এসসিও সম্মেলনের নয়।
ব্লুমবার্গ নিউজ ২০২৪ সালের ১১ জুলাই ইউটিউবে ভিডিওটির দীর্ঘতর সংস্করণ পোস্ট করে যেখানে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের শেষে পুতিনকে বিদায় জানাতে দেখা যায়।
এছাড়াও, আমরা সেই সাক্ষাতের এক ছবি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম স্পুটনিকের মিডিয়াব্যাঙ্কেও খুঁজে পাই। নিচে তা দেখতে পাওয়া যাবে।
ছবিটি দেখতে ক্লিক করুন এখানে।
২. এসসিওতে মোদী-পুতিন দ্বিপাক্ষিক বৈঠক: প্রধানমন্ত্রী মোদী এসসিও সম্মেলনের সময় চীনের তিয়ানজিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার সাক্ষাতের ছবি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন।